রসায়নের কিছু মজার - TopicsExpress



          

রসায়নের কিছু মজার টেকনিক ---- # সংকেতে যার মধ্যে C বর্ণ আছে সেই প্রাইমারী (ব্যতিক্রম - HCl) #মোলারিটি/মোলার ঘনমাত্রা (% থাকলে) S=% *10/M (% না থাকলে) m=MVS #প্যাথলজিক্যাল এককের রূপান্তর সমস্যা - প্রশ্নে প্রদত্ত মান 18 অপেক্ষা বেশি হলে ভাগ এবং কম হলে গুন করবে। উদাহরন - ১জন রোগীর glucose এর পরিমান 10mmol/L. mg/dL এককে কত? Glucoze এর পরিমান কে ১৮ দিয়ে গুন করো। #সমীকরন ভিত্তিক সমস্যা - m1/M1=m2/M2 উদাহরন - 0.566 C দ্বারা CuO কে বিজারিত করলে কত গ্রাম কপার হয়?(do it urself) #গানিতিক সমস্যা - **দহন তাপে উতপন্ন বস্তুর তাপ =উতপন্ন তাপ/দহন তাপ *M উদাহরন - মিথেনের দহন এনথালপি -890.3kj/mol হলে 1500kj তাপ উতপন্ন করতে কী পরিমান অক্সিজেন মিথেনের দহনে প্রয়োজন হবে? -( do it) ** প্রতি গ্রাম বস্তু থেকে উতপন্ন তাপ - দহন তাপ/M
Posted on: Sat, 18 Oct 2014 06:20:17 +0000

Trending Topics




© 2015