রুপালি আমার কাছে মনে - TopicsExpress



          

রুপালি আমার কাছে মনে হচ্ছে আপনাকে একটা বিষয়ে জানানো দরকার। আপনি নিজের pic facebook এ দিতে খুব ভালবাসেন। আপনার অনেক ফ্রেন্ড অনেক comments করে যেইটা একদম এ স্বাভাবিক এবং সেই comments গুলির answer আপনি তাদের কে দেন। এই ঘতনাগুলি কে যদি আমরা খুব হাল্কা ভাবে দেখি তাহলে কোনো problem নাই। But আপনি যদি একটু different angle থেকে চিন্তা করেন তাহলে আপনার সামনে কিছু জিনিস ধরা পরবে। আপনি দেখতে সুন্দর, আপনাকে যারা বেশি বেশি comments করে তারা আপনাকে অথবা আপনার প্রতি একধরনের attraction নিয়ে, কিংবা আপনাকে একটু বাজিয়ে দেখার জন্য comments করতে পারে। যদি কেউ এই ধরনের চিন্তা থেকে comments করে এবং আপনিও তাদের comments এ answer করেন, তারা এইটাকে আপনার একধরনের দুর্বলতা অথবা বেক্তিত্তহিনতা মনে করতে পারে , finally আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে যেইটা আপনার জন্য মোটেই ভাল না। আপনার close ফ্রেন্ড দের কথা একদম এ ভিন্ন। আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই idea ta দেয়য়া, আপনি facebook এ কার সাথে কতটুক relation build up করবেন, কার সাথে কতটুক limitation maintain করে চলবেন এইটা একদম এ আপনার ব্যাপার। আপনি আপনার একজন শুভাকাংখি হিসেবে বলেছি। তবে আপনাকে আপনার নিজের safety এর জন্য barrier রাখতে হবে, আপনার behavior এক একটা লেভেল এ এক এক রকম হয়া উচিৎ, আপনি আপনার খুব কাছের ফ্রেন্ড দেড় সাথে যেইভাবে মিশবেন ঠিক সেইভাবে নিশ্চয় অন্য আরেকটা মেডিকেল কলেজ এর নতুন কোনো ফ্রেন্ড এর সাথে মিশবেন না। আপনি আমার কথায় রাগ করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনাকে এই কথাগুলি বলা দরকার, কারণ আপনার কাছে যদি সব ইনফর্মেশন থাকে তাহলে আপনি ভাল decision নিতে পারবেন। আমি আপনার একজন শুভাকাংখি, ভাল বন্ধু, আপনাকে আমার খুব ভাল লাগে। আপনি এই কথাগুলি অন্য কন ভাবে নিবেন না। ভাল থাকবেন।
Posted on: Fri, 12 Dec 2014 12:18:14 +0000

Recently Viewed Topics




© 2015