“”লাকী মলম”” - TopicsExpress



          

“”লাকী মলম”” সিরিজ-৩ আজকের পোষ্টি শুধু মাত্র একেবারেই নতুনদের জন্য, যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বলে ভাবছেন। ক্যাটাগরিঃ “মাসে শুন্য থেকে ১০০ ডলার ইনকামের টিপস” ক্যামনে কি? কি কি যোগ্যতা লাগবে? আমি কি পারব কিনা? উপরের ক্যাটাগরিতে আমি আছি কিনা? উপরের ক্যাটাগরীতে পড়তে হলে, নিচের প্রশ্ন গুলার উত্তর দিন হিম্মত থাকলে “হে হিম্মত!!!” *ফেসবুক ইউজ করতে পারেন? ফেসবুকে এক্যাউন্ট খুলতে পারেন? *জিমেইল সহ অন্য সব ইমেইলে এক্যাউন্ট খুলতে পারেন? *নতুন যে কোন সাইটে সাইনা আপ করতে পারেন? যেই সাইট আগে কখনও দেখেন নাই বা চিনেন না? *টুইটার/লিঙ্কডইন/মাই স্পেস/ইউটিউব/...... এর কাজ কি ক্যামনে ইউজ করে জানেন কিনা? *মারর্কেটিং কি? সোস্যাল মিডিয়া মারর্কেটিং কি? *বেসিক মাইক্রসফট এক্সেল/ওয়ার্ড জানা আছে কিনা? **গুগল কি? গুগল সার্চ কি? এটা কিভাবে কাজ করে? *আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সকল থানার মোবাইল নম্বর ইন্টারনেট থেকে আমাকে বের করে দিতে হবে পারবেন কিনা? *ইউ আর এল(URL) কি জিনিস? *কনফিডেন্ট আছে কিনা, যে আপনি পারবেন? *আপনার মুখস্ত বিদ্যা কেমন? আপনি কি সবকিছুই মুখস্ত করেন? উত্তর হ্যা কিনা? #হ্যা হলে আপনি বাদ# *আপনার শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু আই কিউ এর কি অবস্থা? *ইংরেজিতে কয়বার ফেল মাড়ছেন? ট্রান্সলেশন করুন ইংরেজিতে “সবাই জানে আমি একটি গরু না” *ধৌর্য কতটুকু? *প্রবলেম সলুশন করার ক্ষমতা কতটুকু আপনার? *আপনি আত্মনির্ভলশীল কিনা? *ইন্টারনেট লাইন সহ নিজের কম্পিউটার আছে কিনা(with 24/7 access) এই কয়টার উত্তর যদি পজিটিভ হয় তাহলে আপনি শুন্য থেকে ১০০ ডলার সহজেই প্রতিমাসে ইঙ্কাম করতে পারবেন? এর থেকে বেশিও পারবেন? আমি যেহেতু পারি। নিচে RR Foundation এর তিনটা টিউটোরিয়ালের লিঙ্ক দেয়া আছে(ওডেস্ক)। আশা করি এগুলা দিয়েই আপনি শুরু করতে পারবেন। আর হ্যা উপরের ক্যাটাগরি সব থেকে সহজ ক্যাটাগরি ফ্রিল্যান্সিং এর জন্য যদি আপনি ওই ক্যাটাগরীতে না পড়েন তাহলে দয়া করে আমাকে ডির্স্টাব করবেন না। আর পড়লে আমি আছি। https://youtube/watch?v=pcJCWjN44pg https://youtube/watch?v=5vkBTPEtRfs https://youtube/watch?v=UJpZGblkW3w লাকী মলম সিরিজ ১ এবং ২ এই পেইজেই পাবেন নিচের দিকে। ফারহান(সকাল ৭টা বেজে ৩০ মিনিট) নেয়ার চিটাগাং
Posted on: Sat, 06 Dec 2014 06:56:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015