:: লেখাটি পড়ে চোখ থেকে - TopicsExpress



          

:: লেখাটি পড়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো তাইশেয়ার না করে পারলাম না। :::::: এক বৃদ্ধ মা তার ছেলে ,ছেলের বউ ও ছয় বছরের এক নাতীর সাথে বাস করতো ।বৃদ্ধ মা খুব দুর্বল ছিল । সে ঠিকভাবে হাটতে পারতো না ,চোখে দেখতো, হওয়ার কারনে তার হাত কাঁপতো ,কিছু ধরতে পারতো না । যখন বৃদ্ধ মা ,ছেলে ও ছেলের বউয়ের সাথে রাতে একসাথে খেতে বসতো তখন প্রায় প্রতিদিন ই কোন না কোন ঘটনা ঘটাতো ।কোনদিন হয়তো হাত কাপার ফলে দুধের গ্লাস ফেলে দিয়ে টেবিল নষ্ট করতো ,আবার কোনদিন ফ্লোরে তরকারী ফেলে দিত । প্রতিদিন খাওয়ার সময় এরকম ঝামেলা হওয়ায়ছেলে তার মায়ের জন্য আলাদা একটি টেবিল বানিয়ে দিল । টেবিলটি ঘরের কোনায় সেট করে দিল। বৃদ্ধ মা সেখানে একা বসে খেত আর একা একা চোখের পানি ফেলতো । ছোট্ট নীতিটি এসব নিরবে দেখছিল। একদিন বৃদ্ধ মা কাঁচের প্লেট ভেঙে ফেললো। বৃদ্ধের ছেলেটি এজন্য তাকে কাঠের প্লেট কিনে দিল । একদিন সন্ধ্যায় বৃদ্ধের ছেলেটি দেখলো তার শিশু বাচ্চা কাঠের টুকরা দিয়ে কি যেন বানাতে চাচ্ছে । বাবা তার ছেলের কাছে গিয়ে বললো ,বাবা তুমি কি কর তখন শিশুটিবললো ,আমি টেবিল ও একটি কাঠের প্লেট বানাচ্ছি ।যখন আম্মু বুড়ো হবে তখন কিসে খাবে ! তাই আগে থেকে বানিয়ে রাখছি ছেলের এরকম কথায় বাবা তার ভূল বুঝতে পারলো ।সেদিন থেকে তার স্ত্রীকে বললো ,প্রতিদিন আমরা দুজন মাকে খাইয়ে তারপর আমরা খাব । কিন্তু হায় ,যখন সন্ধ্যার পর তারা দুজন মাকে খাওয়ানোর জন্য গেল তখন দেখলো ,তার গর্ভেধারিনী মা মারা গেছে । মা কে কষ্ট দিওনা মা কে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। যার মা নেই বাবা নেই সেই বুঝতে পারে মা বাবারকষ্ট, মা বাবার জন্য প্রতি দিন ফরজ নামাজের পর দোয়া করবেন, ***রাব্বীর হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা ** বাংলা অর্থ : হে পালনকর্তা, তাদের (মা- বাবা) উভয়ের প্রতি রহম কর, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে ল পালন করেছেন।
Posted on: Wed, 03 Jul 2013 05:51:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015