লুকিয়ে ফেলুন - TopicsExpress



          

লুকিয়ে ফেলুন কম্পিউটারের ড্রাইভ অনেক প্রয়োজনেই ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে ফেলতে হয়। যদি কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে রাখতে চান, তবে প্রথমে রানে গিয়ে cmd (command promt) লিখুন।diskpart লিখে এন্টার করুনঅথবা run-এ গিয়ে diskpart লিখে এন্টার দিন। এখানে লিখুন list volume। এন্টার করুন। আপনার কম্পিউটারের সব ড্রাইভের index নম্বরসহ দেখাবে। এবারে লিখুন Select volume (index number)। যেমন, ড্রাইভ D যদি ২ নম্বর হয়, তাহলে লিখুন Select volume 2। এরপর Remove letter (drive letter) লিখে এন্টার করুন। যেমন, ড্রাইভ D-এর জন্য লিখুন Remove letter D। ব্যস ড্রাইভ লুকানোর কাজ শেষ। এবার লুকানো ড্রাইভ ফিরিয়ে আনার জন্য সিলেক্ট ভলিউম পর্যন্ত আসুন। এর পরের ধাপে Remove letter-এর জায়গায় লিখতে হবে Assign letter। যেমন, D drive-এর জন্য লিখুন Assign letter D এবং এন্টার করুন। এবার দেখুন আপনার লুকানো ড্রাইভটি ফিরে এসেছে।
Posted on: Sat, 02 Nov 2013 04:42:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015