::: শিক্ষামূলক পোষ্ট - TopicsExpress



          

::: শিক্ষামূলক পোষ্ট :::... . এক দম্পতির নতুন বিয়ে হয়েছে। স্বামীও খুব স্মার্ট, বউও খুব স্মার্ট।বাসর রাতে ২জন২জনকে জিজ্ঞেস করে তাদের আগে কোন প্রেম ছিল কি না।তখন ২জনই এমন কথা বলে যে বিয়ের আগে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানত না।যাই হোক একদিন বউ বাবার বাড়ি যাবে বলে বাসা থেকে বের হয়,বলে যে বিকেলে বাসায় ফিরবে।স্বামী খুব খুশি মনেই যেতে বলে।বউযেতে না যেতেই স্বামী তার পুরনো প্রেমিকাকে ফোন দিয়ে পার্কে আসার কথা বলে। প্রেমিকাকে নিয়ে পার্কে ঢুকেই দেখে যে তার বউ অন্য একটা ছেলের বুকে মাথা দিয়ে বসে আছে। তখন ২জন ২জনকে দেখে বাসর রাতের ওইকথাটা মনে করে। moral:_এখানে ২জনই ছিল অসৎ। ২জনই ২জনকে ঠকিয়ে নিজে ভালো সেজেছে। কিন্তু পবিত্র কুরআনের ২৪নং সূরা আন- নূর এর ০৩নাম্বার আয়াতে বলা হয়েছে ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারীনী এবং মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী এবং মুশরিক পুরুষই বিয়ে করে।এদেরকে মুমিনদের জন্য হারামকরা হয়েছে সুতরাং নিঃসন্দেহে যার চরিত্র যেমনসে তেমন চরিত্রের মানুষকেই জীবনসাথী হিসেবে পাবে। আমরা সবাই চাই, নিজের জীবন সাথী যেন ভালো হয়। অনেকেই বলে ভালো কাউকে পাওয়া ভাগ্যের বিষয়। অথচ নিজের কথা একবারও কেউভাবে না। নিশ্চিত থাকেন যে আপনি যেমন আপনার স্বামী/স্ত্রীও তেমনই হবে।তাই সুন্দর জীবন যাপনের জন্য নিজের চরিত্র সঠিক রাখুন।।।
Posted on: Fri, 12 Dec 2014 12:52:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015