শেখ মুজিব সাহেব ১৯৭৩ - TopicsExpress



          

শেখ মুজিব সাহেব ১৯৭৩ সালে যে রাজাকারের তাল্কা করেছিলেন সেখানে কিন্তু গোলাম আজম,নিজামি,সাঈদি,মুজাহিদ,কামারুজ্জামানের নাম ছিলোনা…এমনকি গোলাম আজম সাহেব শেখ মুজিবের রাজনৈতিক বন্ধু ছিলেন…ফেসবুকে আপনারা শেখ মুজিব,হাসিনা,ইনু,চুরন্জিতদের সাথে গোলাম আজম,নিজামী সাহেবদের হাস্যোজ্বল কিছু মিটিং এর ছবি দেখে থাকবেন। যদি শেখ মুজিব (যাকে আওয়ামিলীগ বাংলাদেশের মালিক মনে করে) স্বয়ং নিজের বানানো রাজাকারের তালিকায় গোলাম আজম,নিজামী,সাঈদিদের নাম না দেন,তাহলে ৪২ বছর পর তার মেয়ে শেখ হাসিনা কিভাবে গোলাম আজমকে রাজাকারদের মাস্টারমাইন্ড বানিয়ে দিলো? কিভাবে সাঈদি,মুজাহিদদের ফাঁসি দিলো? তবে কি শেখ মুজিব রাজাকারদের মাস্টারমাইন্ড বলে খ্যাত গোলাম আজম এবং অন্যদের সাথে আপোষ করেছিলেন,নাকি এরা কেও আদৌ যুদ্ধাপরাধী নন? এই হিসাবে মুজিব এবং হাসিনার মধ্যে কেও একজন প্রতারক/মিথ্যাবাদী…হাসিনাকে সামনে পেলে এ প্রশ্নটা জিজ্ঞেস করতাম যে সে নিজে মিথ্যাবাদী নাকি তার বাপ মিথ্যাবাদী ছিলো…সে নিশ্চয় তার মৃত বাপকে মিথ্যাবাদী বলবেনা!!
Posted on: Thu, 18 Jul 2013 06:31:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015