শেখ হাসিনা উইকিপিডিয়া, - TopicsExpress



          

শেখ হাসিনা উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে শেখ হাসিনা বাংলাদেশের ১০ম প্রধানমন্ত্রী দায়িত্ব অধিকৃত অফিস ৬ই জানুয়ারি, ২০০৯ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জিল্লুর রহমান আব্দুল হামিদ পূর্বসূরী ফখরুদ্দীন আহমদ (তত্ত্বাবধায়ক) কার্যালয়ে ২৩শে জুন, ১৯৯৬ – ১৫ই জুলাই, ২০০১ রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস শাহাবুদ্দিন আহমেদ পূর্বসূরী মুহাম্মদ হাবিবুর রহমান(তত্ত্বাবধায়ক) উত্তরসূরী লতিফুর রহমান (তত্ত্বাবধায়ক) বিপক্ষনেতা কার্যালয়ে ১০ই অক্টোবর, ২০০১ – ২৯শে অক্টোবর, ২০০৬ পূর্বসূরী খালেদা জিয়া উত্তরসূরী খালেদা জিয়া কার্যালয়ে ২০শে মার্চ, ১৯৯১ – ৩০শে মার্চ, ১৯৯৬ পূর্বসূরী এ. এস. এম. আবদুর রব উত্তরসূরী খালেদা জিয়া ব্যক্তিগত বিবরণ জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৯ (বয়স ৬৪) টুঙ্গিপাড়া, পূর্ব বাংলা, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) জাতীয়তা বাংলাদেশী রাজনৈতিক দল আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দল মহাজোট (২০০৮–বর্তমান) সন্তান সজীব ওয়াজেদ সায়মা ওয়াজেদ অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের ১০ম জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। পরিচ্ছেদসমূহ [আড়ালে রাখো] • ১ প্রারম্ভিক জীবন • ২ রাজনীতি • ৩ আন্দোলন • ৪ গ্রেফতার • ৫ নির্বাচন ২০১৪ • ৬ নির্বাচন ২০০৮ • ৭ ক্ষমতাধর নারী o ৭.১ বিশ্ব পর্যায়ে o ৭.২ এশীয় পর্যায়ে • ৮ সম্মাননা • ৯ আরও দেখুন • ১০ তথ্যসূত্র প্রারম্ভিক জীবন[সম্পাদনা] শেখ হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তাঁর মাতার নাম বেগম ফজিলাতুননেসা। তিনি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করে এবং বাল্যশিক্ষা সেখানেই নেন। ১৯৫৪ সাল থেকে তিনি ঢাকায় পরিবারের সাথে মোগলটুলির রজনীবোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্টো রোডের সরকারী বাসভবনে উঠেন। ১৯৫৬ সালে তিনি টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬১ সালের ১ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে থাকা শুরু করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি ও তাঁর বোন শেখ রেহানা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়। বোনদ্বয় সেইসময় পড়াশোনার জন্য পশ্চিম জার্মানিতেঅবস্থান করছিলেন। ১৯৬৫ সালে তিনি আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়১৯৬৭ সালে ড. ওয়াজেদ মিয়ার সাথে তাঁর বিয়ে হয এবং ওয়াজেদ মিয়া ৯ মে, ২০০৯ তারিখে মৃত্যুবরণ করেন।[১] তাঁদের সংসারে সজীব ওয়াজেদ জয় (পুত্র) ও সায়মা ওয়াজেদ পুতুল (কন্যা) নামে দুই সন্তান রয়েছে। রাজনীতি[সম্পাদনা] আওয়ামী লীগ ১৯৮১ সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতেই দলের সভাপতি নির্বাচিত করে।১৯৮২ সালে জেনারেল এরশাদের ক্ষমতায় আরোহনকে অবৈধ ঘোষণা করলেও তার দল ১৯৮৬ সালে এই সামরিক শাসকের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে। পরবর্তীকালে তিনি এবং তার দল এরশাদ বিরোধী দূর্বার আন্দোলন গড়ে তুলেন ও ১৯৯০ সালে অভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। ১৯৯১ সালে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের তৎকালীন বৃহত্তম বিরোধীদল হিসেবে প্রকাশ পায়। ১৯৯৬সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন যা বর্তমানে অনেক দেশে ব্যবহার হচ্ছে।[তথ্যসূত্র প্রয়োজন]তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাঁর আন্দোলনে জয়ী হওয়ায় পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনেও জয়লাভ করে এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বড় ব্যবধানে হেরে যায়। পরবর্তীতে ২০০৬ সালে পুণরায় আন্দোলন শুরু করেন কিছু নতুন সমস্যা নিয়ে। আন্দোলন[সম্পাদনা] ১৯৯১ সালের স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করে। ঐ বছর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু) ও ইসলামী ঐক্যজোট এর নির্বাচনী জোটের কাছে ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। শেখ হাসিনা দলের এই পরাজয়ের জন্য দায়ী করেন তারই মনোনীত তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি লতিফুর রহমান ও প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদকে[তথ্যসূত্র প্রয়োজন]। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতাদানকালে গ্রেনেড হামলায় এই নেত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। উক্ত হামলায় তার দেহরক্ষী এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ১৯ জন মৃত্যুবরণ করেন ও শতাধিক আহত হন। বিচারবিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে এই হামলাকে বিদেশী ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়। গ্রেফতার[সম্পাদনা] দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতো গ্রেফতার হন ২০০৭ সালে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই সকাল ৭:৩১-এ যৌথ বাহিনী শেখ হাসিনাকে তার বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে। শেখ হাসিনাকে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বাসভবনকে সাব-জেল হিসেবে ঘোষণা করে সেখানে অন্তরীণ রাখা হয়। গ্রেফতারের পূর্বে শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যান। শেখ হাসিনার বিরুদ্ধে দুইটি অভিযোগে মামলা দায়ের করা হয়। একটি হল ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে রাজনৈতিক সংঘর্ষের জন্য হত্যা মামলা এবং অন্যটি হল প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজি মামলা।[২] এর মাঝে একটির বাদী ২০০৮ সালের ডিসেম্বর মাসে মামলাটি তুলে নেন। জেল থেকে মুক্তিলাভের পরে তিনি চিকিৎসার্থে কয়েক মাস বিদেশে অবস্থান করেন। এরপর দেশে ফিরে দল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন। নির্বাচন ২০১৪[সম্পাদনা] সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশের মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ৫ই জানুয়ারি ২০১৪ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। ৫ই জানুয়ারি রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাকী ১৪৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। [৩] । এর আগে গত ১৮ নভেম্বর, ২০১৩ নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠিত হয়। [৪] নির্বাচন ২০০৮[সম্পাদনা] ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রায় তিন-চতুর্থাংশ আসনে জয়লাভ করে। বিজয়ী দলের সংসদীয় দলের নেতা হিসেবে তিনি জানুয়ারি ৬, ২০০৯-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল আওয়ামী লীগ এই নির্বাচনে ২৬০টি আসন লাভ করে। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপি পায় মাত্র ৩২টি আসন।[৫] ক্ষমতাধর নারী[সম্পাদনা] বিশ্ব পর্যায়ে[সম্পাদনা] শেখ হাসিনা ২০১১ সালে বিশ্বের সেরা প্রভাবশালী নারী নেতাদের তালিকায় ৭ম স্থানে রয়েছেন। তার পূর্বে এবং পশ্চাতে রয়েছেন যথাক্রমে লাইবেরিয়ার প্রেসিডেন্টঅ্যালেন জনসন সার্লেফ এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগার্ডারডটির। যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস সাময়িকীর জরীপে বিশ্বের সেরা প্রভাবশালী ও ক্ষমতাধর নারী নেতৃত্বের ১২জনের নাম নির্বাচিত করে।[৬] উল্লেখ্য যে, ২০১০ সালে নিউ ইয়র্ক টাইমস সাময়িকীর অনলাইন জরীপে তিনি বিশ্বের সেরা দশ ক্ষমতাধর নারীদের মধ্যে ৬ষ্ঠ স্থানে ছিলেন। ঐ সময় হাসিনা জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ঠিক পিছনে ছিলেন এবং ব্যাপক প্রভাব-প্রতিপত্তি বিস্তার করেছিলেন।[৭] এশীয় পর্যায়ে[সম্পাদনা] ২০১০ খ্রিষ্টাব্দের ৮ মার্চ বিশ্ব নারী দিবসের শতবর্ষে পদার্পণ উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা সিএনএন ক্ষমতাধর ৮ এশীয় নারীর তালিকা প্রকাশ করেছিল। উক্ত তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন শেখ হাসিনা।[৮] সম্মাননা[সম্পাদনা] ৩০ ডিসেম্বর, ২০১১ সালে শেখ হাসিনাকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[৯] এছাড়াও, ১২ জানুয়ারি, ২০১২ইং তারিখে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অনন্য অবদানের জন্য ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ডক্টর অব লিটারেচার বা ডি-লিট ডিগ্রী প্রদান করে।[১০] আরও দেখুন[সম্পাদনা] • খালেদা জিয়া • শেখ রেহানা • এঙ্গেলা মার্কেল • ডালিয়া গ্রাইবস্কেইট • ইংলাক সিনাওয়াত্রা • বর্তমান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের তালিকা তথ্যসূত্র[সম্পাদনা] 1. Jump up↑ ব্রিটানিকা অনলাইনে শেখ হাসিনার জীবনী 2. Jump up↑ বিডি নিউজ, জুলাই ১৬, ২০০৭, দুপুর ১.১২ 3. Jump up↑ দৈনিক প্রথম আলো, মুদ্রিত সংস্করণ, প্রথম পাতা, ৬ জানুয়ারী, ২০১৪ইং 4. Jump up↑ দৈনিক সমকাল, মুদ্রিত সংস্করণ, প্রথম পাতা, ১৯ নভেম্বর, ২০১৩ ইং 5. Jump up↑ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এমআই/১৮৫৫ ঘ. 6. Jump up↑ বিডি২৪লাইভ.কমের প্রতিবেদন: প্রভাবশালী নারী নেতার তালিকায় শেখ হাসিনা, ১ম ইংলাক 7. Jump up↑ দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন: মহিলা অঙ্গনে শীর্ষ ক্ষমতাধর নারী ব্যক্তিত্ব 8. Jump up↑ জেনারেল কুইজ। দৈনিক কালের কণ্ঠ (প্রিন্ট) (বাংলা ভাষায়) (ঢাকা)। ১৫ মার্চ, ২০১০ খ্রিস্টাব্দ। পৃ: ১৪। 9. Jump up↑ অমর্ত্য সেনকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ - ডয়চে ভেলে, সংগ্রহ: ৩১ ডিসেম্বর, ২০১১ইং 10. Jump up↑ কালের কণ্ঠ, মুদ্রিত সংস্করণ, প্রথম পাতা, ৯ জানুয়ারী, ২০১২ইং রাজনৈতিক দফতর পূর্বসূরী বিচারপতি মোঃ হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী জুন ২৩, ১৯৯৬ - জুলাই ১৫, ২০০১ উত্তরসূরী বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক পূর্বসূরী ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী জানুয়ারি ৬, ২০০৯ – বর্তমান দায়িত্ব/অবশ্য কর্তব্য [দেখাও] • দে • আ • স বাংলাদেশের প্রধানমন্ত্রী [দেখাও] • দে • আ • স আওয়ামী লীগের সভাপতি [দেখাও] • দে • আ • স সার্কের সরকার প্রধানগণ বিষয়শ্রেণীসমূহ: • যেসব নিবন্ধের তথ্য যাচাই করা দরকার • বাংলাদেশের প্রধানমন্ত্রী • ১৯৪৭-এ জন্ম • জীবিত ব্যক্তি • বাংলাদেশী রাজনীতিবিদ • মহিলা প্রধানমন্ত্রী • আওয়ামী লীগের রাজনীতিবিদ • রাজনীতিতে বাংলাদেশী মহিলা • মহিলা সরকার প্রধান • ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার বিজয়ী • শেখ মুজিবুর রহমান Sheikh Hasina From Wikipedia, the free encyclopedia [hide]This article has multiple issues. Please help improve it or discuss these issues on the talk page. This articles use of external links may not follow Wikipedias policies or guidelines. (June 2014) This biographical article needs additional citations for verification. (July 2013) Sheikh Hasina শেখ হাসিনা Prime Minister of Bangladesh Incumbent Assumed office 6 January 2009 President Iajuddin Ahmed Zillur Rahman Abdul Hamid Preceded by Fakhruddin Ahmed (Acting) In office 23 June 1996 – 15 July 2001 President Abdur Rahman Biswas Shahabuddin Ahmed Preceded by Muhammad Habibur Rahman(Acting) Succeeded by Latifur Rahman (Acting) Leader of the Opposition In office 10 October 2001 – 29 October 2006 Preceded by Khaleda Zia Succeeded by Khaleda Zia In office 20 March 1991 – 30 March 1996 Preceded by ASM Abdur Rab Succeeded by Khaleda Zia Leader of the Bangladesh Awami League Incumbent Assumed office 17 May 1981 Preceded by Asaduzzaman Khan Personal details Born 28 September 1947 (age 67)[1] Tungipara, East Bengal, Dominion of Pakistan (now in Bangladesh) Political party Awami League Other political affiliations Grand Alliance (2008–present) Spouse(s) Wazed Miah (1968–2009) Children Sajeeb Wazed Saima Wazed Alma mater Eden Mohila College Dhaka University Boston University[2] Sheikh Hasina (Bengali: শেখ হাসিনা; English /ˈʃeɪx həˈsiːnə/, SHAYKH hə-SEE-nə; born 28 September 1947)[1] is the current Prime Minister of Bangladesh, in office since January 2009. She previously served as Prime Minister from 1996 to 2001, and she has led theBangladesh Awami League since 1981. She is the eldest of five children of Sheikh Mujibur Rahman, the founding father and first President of Bangladesh, and widow of the nuclear scientist M. A. Wazed Miah. Hasinas political career has spanned more than four decades during which she has been both Prime Minister and opposition leader. As opposition leader, she was the target of an assassination attempt in 2004. In 2007, she was arrested for corruption and charged with murder by the military-backed Caretaker Government during the 2006–2008 Bangladeshi political crisis, when the generals imposed a state of emergency. She returned as Prime Minister after a landslide victory for the Awami League-led Grand Alliance in 2008, when they took two-thirds of the seats in parliament. In January 2014 she became the prime minister for the third time after winning the 2014 parliamentary election, which was boycotted by the main opposition BNP-led alliance. Hasina is considered one of the most powerful women in the world, ranking 47th on Forbes list of the 100 most powerful women in the world.[3] For the better part of the last two decades, Hasinas chief rival has been BNP leaderKhaleda Zia. The two women have alternated as non-interim Prime Ministers since 1991. Contents [hide] • 1 Early life • 2 Early political career o 2.1 Movement against General Ershads presidency o 2.2 Leader of the opposition, 1986-87 o 2.3 1991 election o 2.4 The 1991–1996 period o 2.5 1996 elections • 3 First term as Prime Minister, 1996-2001 o 3.1 2001 election • 4 Opposition period, 2001-2008 o 4.1 2004 assassination attempt o 4.2 Caretaker government and military intervention, October 2006–2008 o 4.3 Criminal charges o 4.4 July 2007 arrest o 4.5 2008 election and return to power • 5 Second term as Prime Minister, 2009-2014 o 5.1 2014 election • 6 Third term as Prime Minister, 2014-present • 7 Personal life • 8 Honours • 9 Other activities • 10 See also • 11 References • 12 Literature • 13 External links Early life[edit] Hasina is the daughter of Sheikh Mujibur Rahman, first president of Bangladesh, and Sheikh Fazilatunnesa Mujib. Hasina was not in Bangladesh when her father was assassinated on 15 August 1975. She was not allowed to return to the country until after she was elected to lead the Awami League Party in February 1981 and arrived on 17 May 1981.[4] Early political career[edit] Movement against General Ershads presidency[edit] While living in self-exile in India after her father and familys assassination in 1975 (only she and a sister survived as they were out of the country), Hasina was elected President of the Bangladesh Awami League in 1981. After she returned to Bangladesh, President Ziaur Rahman was assassinated on 30 May 1981 in an attempted military coup. General Hossain Mohammad Ershad and most of the army remained loyal to the government. The following year, Ershad captured power through a bloodless coup and declared martial law, suppressing political party activity and suspending the constitution. The constitution was later restored in 1986 after the general election won by General Ershads Jatiya Party won, and martial law was withdrawn. Hasina was in and out of detention throughout the 1980s. In 1984, Hasina was put under house arrest in February and again in November. In March 1985, she was put under house arrest for three months. Her party, along with the Bangladesh Nationalist Party, led by Ziaur Rahmans widow Khaleda Zia, continued to work to restore democratically elected government, which they achieved by the democratic election in 1991, won by the BNP. Leader of the opposition, 1986-87[edit] Hasina and the Awami League participated in the 1986 parliamentary elections held under President Ershad. She served as the leader of the opposition in 1986–1987. Hasinas decision to take part in the election has been criticised by her opponents, since the election was held under the martial law, and the other main opposition group, led by Khaleda Zia, boycotted the poll. However, her supporters maintained that she used the platform effectively to challenge Ershads rule. Ershad dissolved the parliament in December 1987 when Hasina and her Awami League resigned from the parliament in an attempt to call for a fresh general election to be held under a neutral government. During November and December in 1987, mass uprising happened in Dhaka, several people were killed including Noor Hossain, a Hasina supporter. 1991 election[edit] After several years of autocratic rule, widespread protests and strikes created so much unrest that the economy was not functioning. A huge mass protest in December 1990 ousted General Ershad from the power, who resigned in favour of his Vice President Justice Shahabuddin. The caretaker government, headed by Shahabuddin Ahmed, the Chief Justice of the Bangladesh Supreme Court, administered a general election for the parliament. The Bangladesh Nationalist Party (BNP) led by Khaleda Zia won a general majority, and Hasinas Awami League emerged as the largest opposition party. Among 3 constituencies Hasina fought, she lost in two and won in one. Accepting election defeat, Hasina offered resignation as the party president but stayed on at the request of party leaders. The 1991–1996 period[edit] Politics in Bangladesh took a decisive turn in 1994, after Magura by-elections. This election was held after the death of the MP for that constituency, a member of Hasinas party. The Awami League expected to win back the seat. But the BNP candidate won through rigging and manipulation, as per the neutral observer who came to witness the election. 1996 elections[edit] The Awami League, with other opposition parties, demanded that the next general elections be held under a neutral caretaker government, and that provision for caretaker governments to manage elections be incorporated in the constitution. The ruling BNP refused to act on these demands. Opposition parties launched an unprecedented campaign, calling strikes for weeks on end. The government accused them of destroying the economy while the opposition countered that BNP could solve this problem by acceding to their demands. In late 1995, the MPs of the Awami League and other parties resigned from the parliament. Parliament completed its term and a general election was held on 15 February 1996. The election was boycotted by all major parties except the ruling BNP. Hasina described the election as a farce. The new parliament, composed mostly of BNP members, amended the constitution to create provisions for a caretaker government(CTG). The next parliamentary elections on 30 June 1996 were held under a neutral caretaker government headed by retired chief Justice Muhammad Habibur Rahman. First term as Prime Minister, 1996-2001[edit] This section requires expansion.(April 2013) Prime Minister Sheikh Hasina with US President Bill Clinton at the Prime Ministers Office in Dhaka, 2000. Hasina served her first term as prime minister of Bangladesh from 1996-2001. 2001 election[edit] In the 2001 election, although winning 40% of the popular vote (slightly less than the BNPs 41%), the Awami League won just 62 seats in the Parliament, while the Four Party Alliance led by the Bangladesh Nationalist Party won 234 seats, giving them a two-thirds majority in Parliament. Hasina herself ran in three constituencies[citation needed], and was defeated in a constituency inRangpur, which included her husbands home town, but won in two other seats. Hasina and the Awami League rejected the results, claiming that the election was rigged with the help of the President and the caretaker government. The international community was largely satisfied with the elections, and the Four Party Alliance went on to form the government. Opposition period, 2001-2008[edit] The Awami League MPs were irregular in attending the Parliament during the following period.[citation needed] In late 2003, the Awami League started its first major anti-government movement, culminating in the declaration by party general secretary Abdul Jolil that the government would fall before 30 April 2004. This failed to happen and was seen as a blow to the party and Hasina, who had implicitly supported Jalil. 2004 assassination attempt[edit] See also: 2004 Dhaka grenade attack During her second term as leader of the opposition, political unrest and violence increased. Ahsanullah Master, an MP, was killed in 2004. This was followed by a grenade attack on an Awami League gathering in Dhaka, resulting in the death of 21 party supporters, including party womens secretary Ivy Rahman. Shah M S Kibria, Hasinas former finance minister, was also killed that year, in a grenade attack in Sylhet that year. In June 2005, A.B.M. Mohiuddin Chowdhury, an incumbent of the Awami League, won the important mayoral election in Chittagong, the port city and second-largest city in Bangladesh. This election was seen as a showdown between the opposition and the ruling party. Caretaker government and military intervention, October 2006–2008[edit] The months preceding the planned January 22, 2007, elections were filled with political unrest and controversy. Following the end of Khaleda Zias government in late October 2006, there were protests and strikes, during which 40 people were killed in the following month, over uncertainty about who would head the caretaker government. The caretaker government had difficulty bringing the all parties to the table. Awami League and its allies protested and alleged that the caretaker government favored the BNP. The interim period was marked by violence and strikes.[5][6] Presidential Advisor Mukhlesur Rahman Chowdhury negotiated with Sheikh Hasina and Khaleda Zia and brought all the parties to the planned 22 January 2007 parliamentary elections. Later Hussain Muhammad Ershads nomination was cancelled[why?][by whom?]; as a result, the Grand Alliance withdrew its candidates en masse on the last day possible.[7] They demanded to have voters lists published. Later in the month, the president Iajuddin Ahmed imposed a state of emergency and Lt General Moeen Uddin Ahmed took over the government. Political activity was prohibited. Fakhruddin Ahmed became the prime minister. Criminal charges[edit] The military-backed government worked to develop graft and corruption cases against leaders and members of both major parties, trying to grapple with one of the nations major continuing problems. In March 2007, Khaleda Zias two sons, who both had government positions, were charged with corruption. Hasina was charged with graft and extortion in April 2007, and a day later, Khaleda Zia was charged with graft as well. Hasina was accused of having forced Bangladeshi businessman Tajul Islam Farooq to pay bribes in 1998 before his company could build a power plant. Farooq said that he paid Hasina 30 million takas (US$441,000, or €383,211) to get his project approved by the government, according to a police official.[8] On 11 April 2007, the police filed murder charges against Hasina, alleging that she masterminded the killing in October 2006 of four supporters of a rival political party. The four alleged victims were beaten to death during clashes between the Awami League and rival party activists. Deputy police commissioner, Shahidul Haq Bhuiyan, said detective branch police submitted the charge-sheet of the case to a Dhaka court today after carrying out investigations and taking evidence.[9] Hasina was visiting the United States at the time.[10] The interim administration took steps to prevent Hasinas return to Bangladesh. The New Nation newspaper reported on 17 April 2007 that airlines had been asked not to allow her to return to Dhaka. She had been planning to return on 23 April 2007.[11] On 18 April 2007, the government barred Hasina from returning, saying that she had made provocative statements and that her return could cause disorder. This was described as a temporary measure.(The CTG had also been trying to get Khaleda Zia to leave the country.)[12] Hasina vowed to return home, and on 22 April 2007, a warrant was issued for her arrest for murder.[13][14] Describing the case against her as totally false and fake, Hasina said that she wanted to defend herself against the charges in court. On 23 April 2007, the arrest warrant was suspended,[15] and on 25 April 2007, the ban on Hasinas entry into the country was dropped.[16] As the government was pressuring her rival Khaleda Zia to go into exile at the same time, its actions against Hasina appeared to be an attempt to restructure the political system by getting rid of both longtime leaders. Bangladesh had been ranked as the most corrupt nation for years under both Khaleda Zia and Hasina by organizations devoted to transparency in government. After spending 51 days in the United States and the UK, on 7 May 2007 Hasina returned to Dhaka, where she was greeted by a crowd of several thousand. She told reporters that the government should not have delayed her return.[17] July 2007 arrest[edit] On 16 July 2007, Hasina was arrested by state police at her home and taken before a local court in Dhaka.[18] She was accused of extortion and denied bail, and was held in a building converted into a jail on the premises of the National Parliament. The Awami League said the arrest was politically motivated.[19] On 17 July 2007, the Anti-Corruption Commission sent notices to both Hasina and Khaleda Zia, instructing them to provide details of their assets to the Commission within one week.[20] Hasinas son Sajeeb Wazed Joy was out of the country, and said he would try to organise worldwide protest. These arrests of the political leaders were widely seen as a move by the military-backed interim government to force Hasina and Zia out of the country and into political exile.[21][22] United Kingdom MPs condemned the arrest.[23] On 30 July 2007, the Dhaka High Court suspended Hasinas extortion trial and ordered her release on bail.[24] On 2 September 2007, an additional case was filed against Hasina by the Anti-Corruption Commission regarding the awarding of a contract for the construction of a power plant in 1997, for which she allegedly took a bribe of 30 million takas and kept the contract from going to the lowest bidder. Six others were also accused of involvement.[25][26] A graft case was filed against Zia on the same day.[25] On 13 January 2008, Hasina was indicted on extortion charges by a special court along with two of her relatives, her sister Sheikh Rehana and her cousin Sheikh Selim.[27] On 6 February, the High Court stopped the trial, ruling that she could not be prosecuted under emergency laws for crimes alleged to have been committed prior to the imposition of the state of emergency.[28] On 11 June 2008, Hasina was released on parole for medical reasons. The next day she flew to the United States to be treated for hearing impairment, eye problems and high blood pressure.[29][30] Prof. Syed Modasser Ali, her personal physician, threatened to sue the caretaker government over negligence regarding Hasinas treatment during her detention.[31] 2008 election and return to power[edit] Sheikh Hasina with David Cameron in London, 27 January 2011 On 6 November 2008, Sheikh Hasina returned to Bangladesh to attend the Ninth National Parliamentary Elections 2008 scheduled for 29 December 2008[32] and decided to participate in the parliamentary election under the name of Grand Alliance with the Jatiya Party led by Hussain Muhammad Ershad as its main partner. On 11 December 2008, Hasina formally announced her partys election manifesto during a news conference & vowed to build a Digital Bangladesh by 2021.[33] Her Bangladesh Awami League and its Grand Alliance (a total of 14 parties) won the general electionheld on 29 December 2008 with a two-thirds majority numerically the party controls 230 seats out of 299.[34] But Khaleda Zia leader of BNP-led coalition (4-Party Alliance) rejected the results of the election by questioning the Chief Election Commissioner for stage-managing the parliamentary election.[35] Finally Sheikh Hasina was sworn into office as the Prime Minister for the second time on 6 January 2009. After being Prime Minister, Hasina reneged on her agreement with Jatiya Party to make Hussain Muhammad Ershad as President.[36] Second term as Prime Minister, 2009-2014[edit] This section requires expansion.(July 2013) Hasina had to confront a major national crisis in the form of the 2009 Bangladesh Rifles revolt. In 2012, she maintained a hardline stance and refused to allow entry to Rohingya refugees fleeing Myanmar during the 2012 Rakhine State riots.[37] On 27 June a case against Sheikh Hasina and 24 other Bangladeshi ministers and security personnel was lodged at the International Criminal Court.[38] 2014 election[edit] Further information: Bangladeshi general election, 2014 Third term as Prime Minister, 2014-present[edit] This section requires expansion.(February 2014) Hasina became the prime minister for the third time after winning the general election in January 2014 which was boycotted by the main opposition BNP led alliance. Personal life[edit] Hasina was married to Dr. M. A. Wazed Mia in 1968. He died on 9 May 2009.[39] She has one son — Sajeeb Wazed Joy and one daughter — Saima Wazed Hossain Putul. Joy lives in the United States with his family, and Putul lives in Canada with her husband Khandkar M Hossain.[40] Honours[edit] • Degree of Doctor of Law by the Boston University on 6 February 1997.[1] • Honorary Doctor of Law by the Waseda University[41] of Japan on 4 July 1997. • Honorary Doctorate of Philosophy in Liberal Arts by the by University of Abertay Dundee on 25 October 1997.[1] • The Félix Houphouët-Boigny Peace Prize by the UNESCO for 1998.[42][43] • Mother Teresa Award by the All India Peace Council in 1998.[1] • M.K. Gandhi Award for 1998 by the Mahatma M K Gandhi Foundation of Oslo, Norway.[1] • Awarded Medal of Distinction in 1996-97 and 1998–99 and Head of State Medal in 1996-97 by the Lions Clubs International.[44] • Honorary Degree of Desikottama (Doctor of Literature, honoris causa) by the Visva-Bharati University of West Bengal, India on 28 January 1999.[1][45] • The Ceres Medal[46][47] by the Food and Agriculture Organization for 1999.[1][48] • Doctor of Law[49][50] (honoris causa), by the Australian National University on 20 October 1999.[1] • Honorary Doctor of Law by the University of Dhaka[51] on 18 December 1999.[1] • Honorary Doctor of Humane Letters by University of Bridgeport on 5 September 2000.[1] • The Pearl S. Buck Award[52] by the Randolph College on 9 April 2000.[1] • Named Paul Harris Fellow by the Rotary Foundation.[1] • Indira Gandhi Prize for 2009.[53][54] • Doctor of Literature (honoris causa) by the Tripura University in January 2012.[55][56][57] • UNESCO Peace Tree award for her commitment to womens empowerment and girl’s education in 2014. [58] Other activities[edit] Hasina is a member of the Council of Women World Leaders, an International network of current and former women presidents and prime ministers.[59] See also
Posted on: Sun, 28 Sep 2014 15:51:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015