শেলফ এর বইগুলোর পাতা - TopicsExpress



          

শেলফ এর বইগুলোর পাতা উল্টাচ্ছি... গন্তব্যহীন গন্তব্যে যে যাত্রা , তার কোন শেষ থাকার তো কথা না... ময়ুরাক্ষি গল্পের শেষ এই উক্তিটি খুব বেশি চোখে লাগলো... এই উক্তির স্রস্টার জন্নে যদি এই উক্তি সত্যি হত , তাহলে হয়তো অনেকেরই আজকের দিনটা খারাপ যেত না...বইগুলো রেখে বারান্দায় গিয়ে বসে রইলাম... তারপরেই আবার মনে হয় , আসলেই কি তাঁর যাত্রা শেষ ? তিনি কি এখনও বেঁচে নেই আমার মত হাজারও মানুষের মনে ? আবার গিয়ে বইগুলো নিয়ে বসি...
Posted on: Wed, 13 Nov 2013 11:59:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015