শিল্প-সংস্কৃতি: shoulder: - TopicsExpress



          

শিল্প-সংস্কৃতি: shoulder: পুস্তক পরিচয় Main head: লেখ্যাগারের উদ্যোগ আশা জাগায় Sub head: ক্যালকাটা ইন দ্য নাইনটিনথ সেঞ্চুরি: অ্যান আর্কাইভাল এক্সপ্লোরেশন, নিয়োগী বুকস, ৫৯৫.০০ Date and place: কলকাতা, ২৪ অগস্ট, ২০১৩ Image: feed_image: hometab_intro: কলকাতার ইতিহাস নিয়ে শ’য়ে শ’য়ে বই থাকলেও, তার সার-সংক্ষেপ পাঁচ খণ্ড পেরোবে কিনা সন্দেহ। আসলে কলকাতার অতীত চর্চায় আকরসূত্র এত কম ব্যবহৃত হয়েছে যে চর্বিতচর্বণ হয়ে পড়েছে বাধ্যতামূলক। এ দেশে কাগজের আয়ু সীমিত। Image Credit: গ্রাফিক্স। rating: 0 কলকাতার ইতিহাস নিয়ে শ’য়ে শ’য়ে বই থাকলেও, তার সার-সংক্ষেপ পাঁচ খণ্ড পেরোবে কিনা সন্দেহ। আসলে কলকাতার অতীত চর্চায় আকরসূত্র এত কম ব্যবহৃত হয়েছে যে চর্বিতচর্বণ হয়ে পড়েছে বাধ্যতামূলক। এ দেশে কাগজের আয়ু সীমিত। পুরনো পারিবারিক নথিকে বাঙালি আবর্জনা মনে করে, পুরনো সংবাদপত্র দুষ্প্রাপ্য। সেই কোন কালে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিনয় ঘোষ-রা সংবাদ-সংকলনে ব্রতী হয়েছিলেন। ইদানীং স্বপন বসু সচেষ্ট হলেও কলকাতার নাগরিক ইতিহাস তাঁর কৃপাদৃষ্টি পায়নি, হরিপদ ভৌমিকের সে কালের সংবাদপত্রে কলকাতা দু’টি খণ্ডের পর থমকে গেছে সিকি শতাব্দী আগে। read more mtrm.nl/3rrKc9
Posted on: Sat, 24 Aug 2013 09:13:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015