*******শেষ বিদায়ে - TopicsExpress



          

*******শেষ বিদায়ে ভালবাসা********* ★★★ ইচ্ছে ঘুড়ি (ইমরান সোহান) ____মুন কলেজে যাওয়ার জন্য বাসার গেট থেকে বের হয়েই দেখে দাঁড়িয়ে আছে পিয়াল। এটা যেন পিয়ালের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। মুন দেখতেও যেন কোন অপ্সরীর মত,মুনকে সৃষ্টি করতে সৃষ্টিকর্তা যেন একটুও কার্পণ্য করেননি। এদিকে পিয়ালের দাঁড়িয়ে থাকা যেন মুনের কাছে একটু বিরক্তই মনে হয় আবার ভালোও লাগে। কারণ পিয়াল দেখতেও অনেক সুদর্শন এবং অনেক ভদ্র টাইপের ছেলে। মুন আসতেই যেন পিয়ালের বুকের মধ্যে ধুকধুক করে উঠলে। ____ আচ্ছা আপনি প্রতিদিন আমাকে দেখার জন্য বাসার সামনে দাঁড়িয়ে থাকেন কেন? পিয়াল কি বলবে বুঝতে পারছেনা। ____ কলেজে তোমাকে দেখলে সবাই যদি কিছু মনে করে তাই তোমাকে দেখার জন্য এখানেই দাঁড়িয়ে থাকি। ____ কিন্তুু কেন? পিয়াল যেন তার সমস্ত শক্তি একত্র করে বলেই ফেললো মুন আমি তোমাকে ভালবাসি। তারপর দুজনই কিছুক্ষণ নিরব থাকার পর মুন বলল,আমার পক্ষে এটা সম্ভব না। কারণ আমি আমার বাবা-মা কে অনেক ভালবাসি তাছাড়া প্রেম ভালবাসা আমার পছন্দ না। আশা করি আমাকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। ____ সেদিনের পর থেকে পিয়াল আর মুনকে অনুসরণ করেনা। এটা যেন মুনও বুঝতে পারছে কিন্তুু মুনের মনের মধ্যে একটা ব্যাথা অনুভব করছে কারণ মুনও যে পিয়ালকে ভালোবেসে ফেলছে। এদিকে পিয়াল বুকে চাপা কষ্ট নিয়ে খুব কঠিন ভাবে দিন গুলো পাড় করছে। ____ সেদিন কলেজের শেষদিন পিয়ালের ! তাই মুনের সাথে কথা বলার জন্য কলেজের গেটেই দাঁড়িয়ে আছে। হঠ্যৎ মুন আসতেই পিয়াল ডাক দিল মুনকে। ____ আজ তো কলেজের শেষদিন আমার আর হইতো তোমাকে দেখতে পারবো না কোনদিন তাছাড়া তুমি তো কোন ফোনও ব্যবহার করোনা হয়তো জীবনে আর কোনদিন কথাও হবেনা! তবে সত্যিই আমি তোমাকে অনেক ভালবাসি। মুন যেন অসহায় হয়ে পিয়ালের চোখের দিকে তাঁকিয়ে রইল,পিয়ালের চোখই যেন বলে দিচ্ছিল কতটা ভালোবাসি। কারণ মানুষের চোখ কখনোই মিথ্যা বলেনা। কিন্তুু মুন পরিবারের দিকে তাঁকিয়ে নিরুপায় হয়ে যেন কিছুই বলতে পারল না। শুধু চোখ দিয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়লো। তারপর বিদায় নিয়ে চলে গেলে দুজন। কাহিনী টি এখনোই শেষ হতে পারতো কিন্তুু ভালবাসা যে সবসময়ই কাছে টানে তার একটি প্রমান হয়ে গেলে। ____ হঠ্যৎ ৪ বছর পর মুনের গভীর রাতে ঘুম ভেঙে যায়। তখনি পাশে থাকা মোবাইলটি নিয়ে ফেসবুকে লগইন করে হোম পেজেই দেখতে পায় একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন। রোগীর ছবি দেখে স্পষ্ট বুঝতে পারে এটা পিয়াল। তখনি তাড়াতাড়ি রেডি হয়ে মুন তার ভাইয়ের সাথে হাসপাতালে চলে যায়। এবং দেখে ওয়েটিং রুমে অনেক লোক ওয়েট করছে তার মধ্যে একজন যেন স্পষ্টই চিনতে পারে এটা মুন। ____কারন পিয়াল মুনের বর্ননা এমন ভাবে দিয়েছিল যে তাকে চিনতে কষ্ট হয়নি প্রিতির। প্রিতিই ভালবাসতো পিয়ালকে কিন্তুু মুনের জন্য এতটাই ভালবাসা ছিলো যে প্রিতির আর স্হান হয়নি পিয়ালের মনে। হঠ্যৎ অপারেশন থিয়েটার থেকে খবর আসলে প্রচুর রক্তক্ষরণের কারনে পিয়ালকে আর বাঁচানো সম্ভব হয়নি।।। তখনি হাসপাতালে যেন এক শোকের ছায়া নেমে আসলো। পিয়ালের লাশ দেখেই যেন মুন জড়িয়ে ধরে কান্না শুরু করলো। কারন পিয়ালের ক্যানসার হয়েছিল মুনকে ভুলে থাকার জন্য অতিরিক্ত মদ্যপানে। মুন যেন শেষ বিদায়ে ভালবাসা দেখিয়ে গেল পিয়ালের প্রতি আর প্রিতির ভালাবাসার প্রদ্বীপ যেন নিরবেই নিভে গেল ।।।
Posted on: Sun, 21 Dec 2014 17:02:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015