শেষ বিবৃতি ART IS SUBJECTIVITY - Jean Paul - TopicsExpress



          

শেষ বিবৃতি ART IS SUBJECTIVITY - Jean Paul Sartre ঠিক এ মুহূর্তে মদ গাঁজা বা মেয়ে দূরে থাক চারর্মিনারও নেই বই নেই ভালো কাছে, ঠিক এ মুহূর্তে নিভাঁজ শার্টপ্যান্ট আমি এক নাগরিক ভিখারী প্রেমবিহীন তার ছিন্ন ট্রাম এক থেমে গাছে ফাঁকা রাস্তায় হঠাৎ খালাসীটোলার কাছে কোনো এক ইতর যুবক খিস্তি করে ফলালো দাদাগিরি বাইশ বছরে বাইশ লাইন কথা বলিনি যার সঙ্গে অন্তত ট্যারা চোখে দেখে গেল তার রাউডি বন্ধুরা কাল হয়ত খুলে নেবে ঠ্যাং বা পাল্টে দেবে পুরোপুরি মুখের জিওগ্রাফি । আজ তাই লিখে রেখে দিতে হবে সবকিছু সব আশা সোনালী সুদূরতা আর ছেনালি ইচ্ছের কথা জীবনের প্রথম জংশন মাতৃজঠর হতে বেরিয়ে হাঁটলুম গত বাইশ বছর কালই বুঝি শেষ দিন পৌঁছে যাবো শেষ জংশন চিতায় । অথচ অনেক কাজ বাকি থিভস জর্নাল পড়া বাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের চশমার ফাঁক দিয়ে পৃথিবী দেখা বাকি জীবনানন্দ দাশের মৃত্যুকারী রঙ পাল্টানো ট্রামে বসা বাকি মসৃণ জংঘা রমণীর সাথে সংগম বাকি মাইকেল হেনরীআটার নীরব কবরে ঘাসফুল ছড়িয়ে ছিটিয়ে হাঁটুমুড়ে কিছুক্ষণ বসে থাকা বাকি এখনো অনেক কাজ বাকি । যে মেয়েটা বেণী দুলিয়ে গীতবিতানের নীল সোয়েটার প্রেমিক নিয়ে আমার দিকে ঘেন্না মেশানো থুথু ছুঁড়ে চলে গেল হেদুয়ার রঙিন ছাতার তলায় তার গলায় রবীন্দ্রানাথের গান শুনবো ইচ্ছে আছে ইচ্ছে আছে খিদিরপুর ব্রীজের এক ফুট নীচু রাস্তায় গনিকাপল্লীর হলুদ শাড়ি মেয়েটার করতলে হাত রেখে বলবো আমার প্রেম গ্রহন করে আমায় ধন্য করুন ইচ্ছে আছে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে জস্নের কুশপুত্তলিকা পুড়িয়ে ইউ এস আই এস-এ চলে যাবো হেনরীমিলার পড়তে ইছে আছে টেপরেকর্ড নিয়ে বিনয় মজুমদারের স্বগতোক্তি ধরে রাখার ইচ্ছে আছে নিজের আঙুল মটকে ফেলে যে কোনো শোকসভার নীরবতা ভেঙে ফেলার ইচ্ছে আছে লিঙ্গের উত্থান থেকে টেলিপ্যাথিক কম্যুনিকেশন সম্পর্কে গুঢ় তথ্য জেনে নেবার । অথচ কিছুই করা হবে না আমার হাহাকার ছুঁড়ে দিয়ে অট্টহাসি লুফে নিতে পারবো না আর ওঃ পুলিশের গুলিতে মরলেও একটা শহীদ বেদি গজিয়ে উঠতো পাড়ায় তার বদলে তিন কি চারজন রাউডি যুবক-জনৈক পাড়াতুতো ইতর দাদার নির্দেশে চেপে ধরবে জামার কলার কয়েকটা আপার কাট অন্ধকার ঝলসে দিয়ে ছুরি চামড়ার নীচের প্রেম আর পারভারসান রক্তময় মৃত্যুহিম গঙ্গায় ভেসে যাওয়া জলভর্তি পেটের ওপরে বসে জীবনানন্দের কবিতার চিল খুঁটে খাবে আমার দুচোখ যে দুচোখে দেখেছি আমি কাঁচা নর্দমা, নর্দমায় পড়ে থাকা চাঁদ । এর থেকে চোলাই মদ খেয়ে মরে গেলে কাজ হত ছবিটাও ছেপে যেত আনন্দবাজারে । ফাল্গুনী রায়
Posted on: Sat, 29 Mar 2014 19:06:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015