শওকত মাহমুদের বাসায় - TopicsExpress



          

শওকত মাহমুদের বাসায় পুলিশের তল্লাশি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদের বাসায় পুলিশ তল্লাশি চালানোর চেষ্টা করেছে। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসী মাহমুদ জানান, বুধবার বেলা তিনটার দিকে পুলিশ বাসার সামনে আসে। তারা দারোয়ানের কাছে ফ্ল্যাট নাম্বার জেনে উপরে উঠার চেষ্টা করে। দারোয়ান তাদেরকে জানায় উপরে উঠে লাভ নেই। বাসাতে কেউ নেই। আর শওকত মাহমুদ দেশের বাইরে রয়েছেন। এসময়, পুলিশের সঙ্গে দারোয়ানদের কথা কাটাকাটি হয়। খানিকটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে, তবে অপ্রীতিকর কিছু ঘটেনি। কিছুক্ষণ পর পুলিশ এলাকা থেকে চলে যায় তবে যাওয়ার আগে বলে যায় আবার আসবো। শওকত মাহমুদ দীর্ঘদিন ধরেই দেশে নেই, তিনি হজ্জ পালন শেষে মাত্র কয়েকদিনের জন্য দেশে এসেছিলেন, পরে তিনি আবার বাইরে চলে যান। পারিবারিক সুত্রে জানা যায়, তিনি বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আছেন।আল-কলম নেটওয়ার্ক
Posted on: Wed, 13 Nov 2013 11:48:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015