শুদ্ধ বাংলা বানান লেখার - TopicsExpress



          

শুদ্ধ বাংলা বানান লেখার কৌশল 2 ২৩.আমরা অনেক সময়ই সংযুক্ত বর্ণ ব্যবহারে ভুল করি। সংযুক্ত বর্ণের বিশ্লেষণ সঠিকভাবে জানা না থাকার কারণেই এমনটা হয়ে থাকে। সুতরাং এ ব্যাপারে স্পষ্ট ধারণা থাকা জরুরী। নিচে কিছু সংযুক্ত বর্ণ ভেঙে দেখানো হল : হ = হ্ + ণ ; পূর্বাহ, অপরাহ। হ্ন = হ্ + ন ; আহ্নিক, চিহ্ন। ক্ষ = ক্ + ষ ; ক্ষয়, ক্ষমতা। হ্ম = হ্ + ম ; ব্রাহ্মণ, ব্রহ্মপুুত্র। ঞ্চ = ঞ্ + চ ; পঞ্চম, বঞ্চনা। ঞ্জ = ঞ্ + জ ; ব্যঞ্জন, গঞ্জ। ত্ম = ত্ + ম ; মহাত্মা, আত্মীয়। জ্ঞ = জ্ + ঞ ; জ্ঞান, বিজ্ঞান। ণ্ড = ণ্ + ড ; কাণ্ড , পণ্ড। ত্রু = ত্ + র্ + উ ; শত্রু। ২৪.ইংরেজি c ও s ধ্বনির জন্য ‘স’ ; cial, cious, sh, sion, ssion, tion প্রভৃতি ধ্বনির জন্য ‘শ’ এবং st ধ্বনির জন্য ‘স্ট’ লেখা হবে। যেমন : Social সোশ্যাল Self সেল্ফ Session সেশন Pension পেনশন Service সার্ভিস Station স্টেশন Operation অপারেশন Post পোস্ট Shirt শার্ট ২৫.ইসলাম ধর্ম সম্পর্কিত নিচের শব্দগুলিতে আরবি বর্ণ ‘সিন’ ও ‘সোয়াদ’ এর জন্য ‘স’ এবং ‘শিন’ এর জন্য ‘শ’ প্রযোজ্য হবে। যেমন : ইনসাফ এশা আসর শাবাশ সুন্নি শাহাদাত মসজিদ শানে নুজুল ইসলাম শরিয়ত মুসা শির্ক মুহাদ্দিস শাওয়াল ২৬.বাংলা ভাষা এখন দ্রুত সহজীকরণের দিকে এগুচ্ছে। তাই লক্ষ্য করে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ঈ- কারের বদলে এখন ই-কার ব্যবহূত হচ্ছে। যেমন : দেশি, বিদেশি, নির্বাচনি, সরকারি, বেসরকারি, শ্রেণি ইত্যাদি। তবে যেসব ক্ষেত্রে ঈ-কার না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় , সেসব ক্ষেত্রে ঈ- কার অপরিবর্তিত থাকবে। যেমন : নারি = না পারি আশি = ৮০ সংখ্যা চির = নিত্য নারী = মহিলা আশী = বিষদাঁত চীর = ছেঁড়া কাপড় কৃতি = নির্মাণ, রচনা করি = ক্রিয়ার রূপবিশেষ কালি = লেখার কালি কৃতী = কৃতকার্য করী = হাতি কালী = দেবীর নাম
Posted on: Sat, 30 Aug 2014 13:13:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015