☞শৃঙ্খলা দেখেছি - TopicsExpress



          

☞শৃঙ্খলা দেখেছি আমি পিঁপড়ার মধ্যে। যারা কখনো একজনকে টপকে আরেক জন সামনে যায় না। . ☞একতা দেখেছি আমি কাকের ভিতরে। যারা একজন বিপদে পড়লে ১০০ জন তৎক্ষণাৎ হাজির হয়। . ☞বিশ্বস্ততা দেখেছি আমি কুকুরের মধ্যে যারা তার প্রভুর জন্য জীবন দিতে পারে। . ☞সচ্ছতা দেখেছি আমি পায়রার ভিতরে। যারা তাদের সরল মনে একজন অপরিচিত মানুষকেও অল্প সময় বিশ্বাস করে। . ☞পরিশ্রম দেখেছি আমি ঘোড়ার মধ্যে। যারা তার মনিবকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছুটে যায় কোনো প্রতিবাদ ছাড়াই। . কুকুর এখন একটা গালি। পরীক্ষায় যখন ছোটোদের ৫ টা পাখির নাম লিখতে বলে তখন তারা কাককে বাদ দিয়ে যায়। কাক কি আবার কোনো পাখি নাকি!! . তবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ভিতরে আমি হিংসা, ক্রোধ, লোভ, ও অহংকারের আধিক্য দেখেছি । . তবে হাতের পাঁচ আঙ্গুল সমান নয়। কিছু ভাল মানুষ এসবের ব্যাতিক্রম। যাদের কারণে পৃথিবীটা আজও টিকে আছে ।।
Posted on: Tue, 14 Oct 2014 04:34:07 +0000

Trending Topics



yle="margin-left:0px; min-height:30px;"> Arnaque financière ou génocide

Recently Viewed Topics




© 2015