শ্রী কৃষ্ণই যে পরমেশ্বর - TopicsExpress



          

শ্রী কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান ,তা কিভাবে বুঝব ? .... সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান ঘোষণা করা হয় ।কোনোও শাস্ত্রে কোনও দেবদেবী পর্যন্ত নিজেদেরকে ভগবান বলে জাহির করেননি ।বরং সকলেই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত স্বীকার করে তার আরাধনা করেছেন ।ব্রক্ষা বলেছেনঃ ইশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ । অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণমঃ । শ্রী কৃষ্ণই স্বয়ং স্বীকার করেছেন ,আমি সমস্ত জড় এবং চেতন বিশ্বের সব কিছুর উত্‍স ।সব কিছু আমার থেকেই প্রবর্তিত । শ্রী কৃষ্ণ আরো বলেছেন হে ধনন্জয় ,আমার উর্ধ্বে কিন্চিত্‍ বস্তুও নেই ।আমিই পরমতত্ত্ব ।
Posted on: Sat, 26 Oct 2013 09:09:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015