ষ্টীভ, “ষ্টীভ - TopicsExpress



          

ষ্টীভ, “ষ্টীভ ম্যাকগ্যারেট” প্রাক্তন নেভি সিল। দীর্ঘদিন বাদে তিনি ফিরে এসেছেন হাওয়াইয়ের ওয়াহুতে। উদ্দেশ্য, বাবার খুনিকে খুজে বের করা। কিন্তু প্রচলিত রাষ্ট্রীয় পুলিশ বাহিনী না থাকার দরুন দ্বীপ জুড়ে গুরুতর অপরাধের তদন্তের স্বার্থে আকস্মিক ভাবেই তিনি হাওয়াইয়ান গভর্নরের কাছ থেকে প্রস্তাব পান নিজস্ব টাস্ক ফোর্স গঠনের। হনলুলু পি. ডি. ডিটেকটিভ ড্যানি উইলিয়ামস, প্রাক্তন এইচ. পি. ডি. অফিসার চিন হো কেলি এবং কোনো কালাকাউয়া এই কজন স্পেসাল অফিসারকে নিয়ে অবশেষে গঠিত হয় Hawaii Five-0... একের পর এক দুর্দান্ত সব কেইস অত্যন্ত সফলতার সাথেই শেষ করতে থাকে Hawaii Five-0. দায়িত্বের ঘেরাটোপ পেরিয়ে ষ্টীভ একটু একটু করে এগিয়ে যেতে থাকে তার বাবার খুনির পেছনে। আর তার এই অগ্রগতিতেই বেরিয়ে পড়ে একের পর এক ভয়ঙ্কর সব সত্য। কিন্তু বাধ সাধে.........!!!! কি ঠাওরাইছেন ? মুই বলদ লাগি...??? ঘটনা সব কইয়া দিমু ? তাইলে আফনে দেখবেন কোন লুতুপুতু...??? :p :p Hawaii Five-0 (2010-) ২০ সেপ্টেম্বর ২০১০ থেকে শুরু হওয়া এই টিভি সিরিজটি এখনো পর্যন্ত অতিক্রম করেছে চার চারটি সিজিন। এবছরের ২৬ শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ৫ম সিজিনের টেলিকাস্ট। এক একটা ভিন্ন ভিন্ন কেইস নিয়ে নির্মিত এই সিরিজটি আপনাকে খুভ একটা প্যারা অবশ্য দেবে না পরবর্তী এপিসোড দেখার জন্য। তবে একথা বলতেই হচ্ছে, কয়েকটা এপিসোড দেখার পর মজা আপনি অবশ্যই পাবেন, গ্যারেন্টেড। IMDb রেটিং ৭.৪। মন্দ কি? ভালোই তো... কি বলেন...??? বলতে গেলে টিভি সিরিজের প্রতি বিশেষ ধরনের দুর্বলতার জন্যই ক্ষুদ্র এই রিভিউ। IMDb Link: imdb/title/tt1600194/ ডাউনলোড লিঙ্ক (টরেন্ট) : Season 1: https://kickass.to/hawaii-five-0-season-1-complete-t5877299.html Season 2: https://kickass.to/hawaii-five-0-season-2-complete-hdtv-xvid-mp3-x264-t6410805.html Season 3: https://kickass.to/hawaii-five-0-season-3-dvd-rip-t7990657.html Season 4: https://kickass.to/hawaii-five-0-season-4-hdtv-complete-delta-sn1p3r-t9109319.html হুদাই রিভিউ দেই নাই, চক্ষু মুদিয়া ডাউনলোড লাগান আর মজা লওয়া শুরু করেন... অস্থির রকমের অস্থির...
Posted on: Sun, 28 Sep 2014 14:09:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015