“সেই মানুষগুলার জন্য, - TopicsExpress



          

“সেই মানুষগুলার জন্য, যাদের কথা কেউ বলছে না” গতকাল বুয়েটের রেজাল্ট দিয়ে দিলো। অনেকেই প্রত্যাশিতভাবে চান্স পেয়েছে। খুব ভালভাবে বা খুব ভালভাবে না হয়তো। চান্সপ্রাপ্ত সবাই-ই খুশি, কম বা বেশি। নতুন একটা জীবনের স্বপ্ন নিয়ে এখন দিন শুরু হবে। অভিনন্দন তোমাদের। একটা বড় অংশও কিন্তু কাল ছিলো। তারা প্রত্যাশিত কিছু পায়নি। আজ মানুষজন চান্স না পাওয়া সেই ছেলেটা বা মেয়েটাকে নিয়ে তীর্যক কথা বলছে। অথচ সেও কিন্তু সেই ভালো ছাত্রগুলোর একজন ছিল। আরো হাজার হাজার ছেলে বা মেয়েকে পিছনে ফেলে, সেও কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা দেবার যোগ্যতা অর্জন করেছিলো। হয়তো সময়ের কারণে সব দিতে না পারায় কিংবা ঐ তিন ঘন্টার দুর্ভাগ্যের কারণে সে চান্স পায়নি। তাই বলে এটা ধরে নেয়া ঠিক হবে না সে অন্য সবার থেকে কম মেধাবী। কথাটা বইয়ের নীতিকথার মত শোনালো হয়তো। কিন্তু কথাটা সত্যি। একটা বড় কথা এইরকম যে, বুয়েটে চান্স পাওয়া যতটা না নিজের যোগ্যতা, আরও অনেকটাই ভাগ্যের অনেকগুলো ফ্যাক্টর নিজের পক্ষে যাওয়া। এর যেকোনো একটা কিছু উলটাপালটা হওয়া খুবই স্বাভাবিক। যারা চান্স পেয়েছে তাদের ফ্যাক্টরগুলো মিলে গেছে উপরওয়ালার অশেষ রহমতে। আর যাদের তা মেলেনি, তারা যেনো নিজেদের বঞ্চিত না ভাবে। তুমি হয়তো আজ চান্স পাওনি, আজ হয়তো তোমার দিনটি আসে নাই। তাই বলে সামনে আসবে না, তা ভেবো না। হয়তো আরেকজন তোমার থেকে আপাতদৃষ্টিতে এগিয়ে গেছে। কিন্তু একটি কথা মনে রেখো, আজ থেকে বেশ কয়েকবছর পর যখন জীবনযুদ্ধে তোমার আর ওর দেখা হবে, তখন যেনো তুমি ওকে কিছু বলতে পারো, কিছু দেখিয়ে দিতে পারো। বলতে পারো , আজ আমি এই কাজটি করে তোমার সামনে এলাম। তুমি? শুধু দরকার তোমার ইচ্ছাটা। আজ যেই ইচ্ছার কারনে তোমার খারাপ লাগছে, মনে হচ্ছে যে তুমি কিছু পাওনি, সেটাকে ধরে রাখো। পদে পদে নিজের সেই জেদ বা খারাপ লাগাটাকে কাজে লাগাও। একদিন তোমারও সময় আসবে। আসতেই হবে । সেদিন যেন তুমি দেখিয়ে দিতে পারো যে, শুধু ওরাই না, আমিও আছি। হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকেই পরাজয়ের শুরু হয়। যত কথাই বলি না কেন, চান্স যাদের হয়নি বা শেষ পর্যন্ত হবে না, মন খারাপ হবেই। ৯০০০ জন থেকে ১০০০ জন বাছাই করলে ৮০০০ জন টিকবে না - এটা তোমাকে বুঝতে হবে। তাই যদি কিছু শেখার থাকে বা ঘাটতি থাকে সেগুলো পূর্ণ করার চেষ্টা করো। বিজয়ে দেখা হবে। হয়ত তুমি অন্য রাস্তা দিয়ে আসবে। সকলের প্রতি শুভকামনায় উদ্ভাস পরিবার
Posted on: Wed, 13 Nov 2013 05:05:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015