‘সাকিবের ঔদ্বত্য আর সহ্য - TopicsExpress



          

‘সাকিবের ঔদ্বত্য আর সহ্য করবে না’ নাজমুল হাসান পাপান সময় : ৫:০৭ অপরাহ্ন । প্রকাশের তারিখ : জুলাই ৫, ২০১৪ শেয়ার করুন Add to Delicious Share on FriendFeed Digg submit to reddit 142563ঢাকা : সাকিব অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। তার মত এমন অখেলোয়াড় সুলভ আচরণ আর কোন ক্রিকেটার আগে দেখায়নি। তাই তাকে আর কোন ছাড় দিবে না বিসিবি। আজ সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এভাবেই কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান। ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে গত ১ জুলাই থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু সাকিব সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি। বরং বোর্ডের অনুমতি ছাড়াই ক্যারিবীয় টি-টুয়েন্টি আসর সিপিএল খেলার জন্য দেশ ছাড়েন তিনি। এরপর টাইগারদের কোচ হাথুরুসিংহে সাকিবকে চিঠি দিয়ে আগামী ১ আগস্ট থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেন। বোর্ডের নির্দেশ ও কোচের চিঠির প্রেক্ষিতে দেশে ফিরে এসেছেন সাকিব। তবে অখুশি সাকিব জানিয়েছেন, তার সঙ্গে এসব চলতে থাকলে দেশের হয়ে আর ক্রিকেট খেলবেন না তিনি। হাথুরুসিংহে বোর্ড সভাপতি পাপনকে টেক্সট মেসেজের মাধ্যমে তেমনটিই জানিয়েছেন। সাকিবের এমন আচরণের ব্যাপারটি আজ সকালে মিডিয়ার খবরে উঠে এলে চারপাশে বেশ হইচই পড়ে যায়। সবার অপেক্ষা ছিল বিসিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য। আর দুপুরে সবার অপেক্ষার অবসান ঘটিয়েছেন পাপন। তবে তিনি যে সুরে কথা বলেছেন তাতে মনে হয়েছে বার বার ঝামেলায় জড়ানো সাকিবকে এবার বড় শাস্তিই দিতে যাচ্ছে বিসিবি। পাপন বলেন, সাকিবের সিপিএলে খেলতে যাওয়া নিয়ে আমাদের কোন অসন্তোষ নেই। কিন্তু সে পুরো বিষয়টি যেভাবে হ্যান্ডেল করেছে তাতে আপত্তি আছে আমাদের। সে বোর্ডের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেনি। নিজের ইচ্ছে মত সব কিছু করেছে। কোচের সঙ্গে বাজে কিছু হয়েছে বলেও খবর পেয়েছি আমি। এরকম অখেলোয়াড় সুলভ আচরণ আমরা আগে আর কারোও কাছ থেকে পাইনি। তাই বোর্ড ওকে আর ছাড় দিবে না। ওর কোনরকম ঔদ্ধত্য মেনে নেয়া হবে না। এদিকে, আচরণবিধি মেনে না চলার দায়ে সাকিবের যে শাস্তি হবে সেটা প্রায় নিশ্চিত। তবে কি ধরণের শাস্তি হতে পারে সে বিষয়ে পাপন আজই মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, কোন ক্রিকেটার যদি ভেবে বসে যে তাকে আমরা বাদ দিতে পারবো না। তবে সেটা তার ভুল ধারণা। সাকিবের কি শাস্তি হবে সেটা নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে ৭ তারিখের বোর্ড সভার পরই সব জানতে পারবেন। অন্যদিকে, ভারত সিরিজে মুশফিকদের অসহায় আত্মসমর্পন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিসিবি বস দলের মধ্যে সমঝোতার অভাবকে সামনে আনেন। তিনি বলেন, দলের মধ্যে ঝামেলা আছে। সেটা মাঠের খেলা দেখে স্পষ্ট বোঝা গেছে। আমি বিশ্বকাপের পরই বলেছিলাম দলের সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এখনও সে সিদ্ধান্তে স্থির আছি। তবে বোর্ড সভায় সব সিদ্ধান্ত হবে। শুধুমাত্র কোচ পরিবর্তনের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না। এর দায় দলকেও নিতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেদিন আমাদের অনূর্ধ্ব-১৯ দলকে নামিয়ে দিলেও ১০৫ রান তাড়া করে জিততে পারতো ওরা।
Posted on: Sat, 05 Jul 2014 12:39:43 +0000

Trending Topics



>
Feeling so Excited for tomorrow, My work Na a Q. I pray always to
১০ টি প্রয়োজনীয় সমষ্টিগত
🌻Hi ladies & Gents mums & dads Fancy listing some items to
Please follow me if you would like to get all my Las Vegas
I think it is ridiculous that so many media outlets blasted
Hi All, It’s the final countdown to the big 20 Yr Reunion

Recently Viewed Topics




© 2015