সিগারেট টানছিলাম, পাশে - TopicsExpress



          

সিগারেট টানছিলাম, পাশে কেউ গেঞ্জি ধরে টানলোঘুড়ে দেখলাম এক ৭-৮ বছরের একটা মেয়ে -ভাই ৫ টাকা দেন না -৫ টাকায় কি হবে ? -ভাত খাবো -৫ টাকায় ভাত হয় ?? -অল্প করে খাবো -(speechless !!) কত টাকা হলে বেশি করে খাওয়া হবে ? -৫০ টাকাভাত ১০ আর তরকারি ৪০দিবেন ? -হুম দিতে পারবো -এত টাকা দিবেন !! (চোখে মুখে বিস্ময়)তয় ভাত কিইনা দেওন লাগবোনা,একটা উপকার করেন -কি উপকার ? -ঐ টাকার চাউল কিনে দেনবাসায় নিয়ে যাবোমা সহ খাবো -বাসায় কে কে আছে আর তোমার ? -মা বুইন আর একটা ভাইমা হাটবার পারেনাবুবু কাজ করেবড় ভাই চা এর দোকানে থাকেআমি ভিক্ষা করি - তোমার বাবা ? -ছাইড়া গেছে অনেক আগে, মনে নাই -হুমপড়াশোনা কর না ? -পড়লে ভিক্ষা করতাম কখন ? খাওন জুটবোনা ১ কেজি চাউল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম৪ জনের সংসারে একদিন চলে যাবে খুব অদ্ভুত ভাবে বেড়ে উঠে ওরাখুব অল্প বয়সেই জীবনকে বুঝে নিতে শেখে ৭ বছরে যথসম্ভব আমি “কেজি/ওয়ান” এ পড়তামএই বিকাল টাইম টাই Drawing করতামঅবসরে ওটাই শখ ছিলনিশ্চিন্তে Drawing করতামখাওন জুটবে কই থেকে এই চিন্তা অন্তঃত ছিলনা“পড়লে খাওয়োন জুটবো কই থেকে” এই ধরণের প্রশ্নও মাথায় আসেনাইএগুলো চন্তার জন্য বাবা-মা ছিল >> ৫ টাকায় আমি তো ছোটবেলায় কলম কিনেছিআমার শিক্ষার উপকরণসে ৫ টাকায় ভাত খুজেতার বেচে থাকার উপকরণবর্তমানে আমাকে অফিস থেকে কলম দেওয়া হয়, যার দাম ১৯০ টাকাআর যেই সিগারেট টা খাচ্ছিলাম তার দাম ১০ টাকা পথের ধুলোয় অদ্ভুত ভাবে বেড়ে উঠার মাঝেও তাদের মধ্যে বিবেকবোধ তৈরী হয়েছে৫০ টাকা্য হোটেল থেকে ভাত-তরকারি কিনে খাওয়ার থেকে বাসায় পঙ্গু মা আর ভাই বোন কে নিয়ে খাওয়া বেশি তৃপ্তিজনক সেই বোধও এই ৭-৮ বছরের অশিক্ষিত মেয়ের মাঝে তৈরী হয়েছে # শিক্ষায় _ শুধুমাত ্র _ বিবেক _ বোধ _ শে খায়না এর বয়সে রোজ সকালে আমি ভাবতাম আজ স্কুলে যেয়ে টিফিনে কি খেলব, কার পাশে বসবো, স্যারের কোন হোমওয়ার্ক আছে কিনা আর এই মেয়েটা ভাবে রোজ সকালে “কোন রাস্তায় ভিক্ষা করলে বেশি টাকা পাবে” আর ৫০ টাকা আমাদের একদিন মোবাইলে খরচ যায় আর ওদের সবাই মিলে এক বেলা খাওয়া হয়ে যায় একই স্রষ্টার স্রিষ্টি আমরা দুইজনইদুইজনই দুইজনের বাবা-মা এর সন্তানস্রষ্টা চাইলে আমার আর স্থান টাও উল্টো হতে পারতোআমরা ভুলে যাই সবঅনেক অহংকার আমাদেরগরীব দের মানুষ ভাবিনাকখনও তাদের গায়ে হাত তুলিকাছে আসলে রুমাল নাকে দিইআমাদের ভাব ভঙ্গি এমন যে আজ আমাদের যা ভালো পজিশন এর ক্রেডিট আমাদেরঅথচ স্রষ্টা চাইলে আজ সে চা খাইতো আর আমি গেঞ্জি টেনে ৫ টাকা চাইতাম অল্প করে ভাত খাওয়ার জন্য ভালো রেখেছেন স্রষ্টা সত্যিই অনেকনিম্নবিত্ত এই মানুষ গুলোর জীবন বৈচিত্রের সাথে তুলনা না দেওয়া পর্যন্ত সত্যিই বুঝিনা আমি কতটা সুখে আছি, কতটা ভাল আছি………… তাই কখোনো এই সব ছোট পথ শিশুদের গায়ে হাত তুলবেন না, নাকে রুমাল দিয়ে তাদের কে তাড়িয়ে দিবেন না, তাদের ই সমবয়সী আমাদের ও আছে ভাই বোন, আজকে এই পথ শিশুর জায়গায় আপনার ছোট ভাই বা বোন থাকলে আপনি কি করতেন? নাকে রুমাল দিয়ে তাড়িয়ে দিতেন???? Posted by : আনোয়ার রানা
Posted on: Tue, 15 Jul 2014 06:28:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015