সংজ্ঞাঃ “Kiss” কাকে বলে - TopicsExpress



          

সংজ্ঞাঃ “Kiss” কাকে বলে ? জ্যামিতি অনুসারে… “Kiss হচ্ছে দুইটা ঠোঁটএর ন্যূনতম দূরত্ব!!” ইকোনমিক্সঃ “Kiss হচ্ছে এমনএকটা জিনিশ যার চাহিদা সব সময় যোগান অপেক্ষা বেশি থাকে.... ফিজিক্সঃ “এটা হচ্ছে মানব দেহকেচার্জ করার পদ্ধতি” কম্পিউটারঃ “ দুইটা দেহ একটা আরেকটা এর সাথে সংযুক্ত ! থাকে কোন ডাটা ক্যাবল ছাড়াই!!”... টাংকিবাজদের/ রোমিওদের মতেঃ “Kiss এমন একটা জিনিস যা খাইতেও মজা আবার খাওয়াইতেও মজাই মজা!!” রসায়নঃ “দুটি মৌলের পারস্পারিক অবস্থানের ফলে উত্পন্ন ইলেকট্রন আদান এবং প্রদান”... একাউন্টিং: “দুটি ঠোঁটের ডেবিট ক্রেডিট!!!”... যুক্তি বিদ্যাঃপ্রকৃতির নিয়মানু বর্তিতা নীতি এবংকার্যকরননীয়মের উপর ভিত্তি করে দুই ভিন্ন ব্যাক্তিস্বত্তা র একটি বিশেষ অঙ্গের (সাধারণতঠোট)এর মিশ্রনকে Kiss বলে অভিহিত করা হয় । লুলবিদ্যাঃ Kiss হচ্ছে বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যে ক্ষুদ্রতম পূর্ব প্রস্তুতি বিশিষ্ট সিরিয়াল কিসার এমরান হাসমির মতে “আমার ফ্লিমে যেই সিন দশবার করে দেখানো হয় সেটাই কিস”
Posted on: Fri, 19 Jul 2013 14:09:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015