সৌদি মুফতি দাবি করলেন যে, - TopicsExpress



          

সৌদি মুফতি দাবি করলেন যে, ইয়াজিদ একজন বৈধ নেতা অপরদিকে হুসাইন ছিলেন একজন বিপদ গামী এবং ভুলে ভরা !!!! নাউযুবিল্লাহ!!! The saudi mufti claimed that Yazeed was a legitimate leader and that Imam Hussain (as) was mislead and wrong. লিংকঃ nairaland. com/868603/saudi-wahhabis-name-school-honor শুধু তাই নয় তারা ইয়াজিদের সম্মানার্থে স্কুল পর্যন্ত খুলেছে!!! নাউযুবিল্লাহ!! যাদের কাছে ইমাম হুসাইনের রাঃ চেয়ে ইয়াজিদের সম্মান বড় তারা নিশ্চিত পথভ্রষ্ট, জাহেল, জাহান্নামী!!! সারা বিশ্ব যখন ইমাম হুসাইনের শোকে মাতওয়ারা এরা ঠিক ঊল্টো দিকে, এজন্য এরা ওহাবি সালাফি তথা জাহান্নামী !!! কবর টি ইয়াজিদের!!! একবার হলেও থুতু দিয়ে share করে ইমান শক্ত করুন !!! এয়াযীদ সম্পর্কে ইমাম যাহাবীর ভাষ্য এয়াযীদ ছিল এক জঘন্য নসিবী (আহলে বায়তকে ঘৃণাকারী)। সে রাজত্ব আরম্ভ করে ইমাম হুসাইন (রা:)-কে শহীদ করে এবং রাজত্বের ইতি টানে হাররা-এর ঘটনা দ্বারা (অর্থাৎ, মদীনা অবরোধ, যার দরুন সহীহ হাদীস মোতাবেক সে লা’নতের যোগ্য হয়)। ফলে মানুষেরা তাকে ঘৃণা করতো; অধিকন্তু সে জীবনে রহমত-বরকত কিছুই পায় নি; ইমাম হুসাইন (রা:)-এর শাহাদাতের পরে তার বিরুদ্ধে অনেকে অস্ত্র তুলে নেন - যেমনটি করেছিলেন মদীনাবাসীগণ, যাঁরা আল্লাহর ওয়াস্তে (তার বিরুদ্ধে) রুখে দাঁড়ান।” [‘সিয়্যার আল-আ’লম আন্ নুবালা’, ৪র্থ খণ্ড, ৩৭-৩৮ পৃষ্ঠা] তিনি আরও লিখেন, “আমি বলি, এয়াযীদ মদীনাবাসীদের সাথে যে আচরণ করেছিল, এবং ইমাম হুসাইন (রা:) ও তাঁর বংশধরদের যেভাবে হত্যা করেছিল, আর যেভাবে মদ্যপান ও গর্হিত কাজে লিপ্ত হয়েছিল, তাতে মানুষেরা তাকে ঘৃণা করতেন এবং তার বিরুদ্ধে একাধিকবার রুখে দাঁড়িয়েছিলেন। আল্লাহতা’লা এয়াযীদের জীবনে রহমত-বরকত দেন নি; উপরন্তু, আবু বিলাল মিরদাস্ বিন আদইয়া আল-হানযালী তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।” [তারিখুল ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহির ওয়াল্ আ’লম, ০০৫ খণ্ড, ৩০ পৃষ্ঠা] Imam Dhahabi, Tarikh al-Islam wa-tabaqat al-mashahir wa-al-a`lam, Volume 005, Page No. 30,Publish Dar al Mughni, Beirut, Lebanon বিস্তারিত জানতে ডাউনলোড করুন এয়াযীদ সম্পর্কে আহলুস্ সুন্নাহর সিদ্ধান্ত ডাউনলোড লিঙ্কঃ mediafire /download/6yrgsvlb38cidb7/Yazid+Sompork.pdf (ডিজিটাল ফরহেজগার+মুহাম্মদ তালহা) যারা ইয়াজিদ বিরোধী দয়া করে এই page এ like দিন
Posted on: Sun, 09 Nov 2014 08:41:40 +0000

Trending Topics



tbody" style="min-height:30px;">
az-emarketing AZ LISTLOCAL - USD 14.98 - Local Online Listings for
ENUGU—There was a mild drama at an Enugu Magistrate court

Recently Viewed Topics




© 2015