সেধে বাঁশ খাওয়ার - TopicsExpress



          

সেধে বাঁশ খাওয়ার নিয়মাবলী....... ........! বহুল প্রতিক্ষার প্রহর শেষে আগামীকাল হাজার হাজার students এর লক্ষ্য পূরণের ধাপ হিসেবে ঘটতে যাচ্ছে Medical Admission Test.আমি জানি যে,এই গ্রুপ এর সবাই Graduation level এর students. তবুও কিছু পরামর্শ আপনাদের ছোট ভাই-বোন/ relatives examinee দের জন্য ::: ১.. আজ রাতে যথাসাধ্যমত তারাতারি ঘুমাবে,যা preparation নেয়ার তা নিয়েই ফেলেছো। কারণ খুব ভাল ঘুম দরকার যা আগামীকালের পরীক্ষাতে Brain Fresh রাখতে সাহায্য করবে এবং পড়া বিষয়গুলো দ্রুত মনে পড়বে। ২..সকালবেলা অবশ্যই খেয়ে যাবে। তেমন কিছু খেতে না পারলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাবে। তাতে করে brain খাবার পাবে এবং memory থেকে তোমাকে তথ্য প্রদান করবে। ৩..পরীক্ষার হলের উদ্দেশ্যে একটু earlier বের হবে,কারন রাস্তায় Jam থাকে। ৪..পরীক্ষার হলে তোমার seat এ পরীক্ষা শুরুর অন্ততঃ ১৫মিনিট আগে বসবে । এতে স্থির হতে পারবে এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর সুযোগ পাবে। ৫..Students Copy অবশ্যই সাথে নিয়ে যাবে। ৬..সাথে ঘড়ি রাখবে এবং time maintenance ঠিকমত করবে। ৭..Normally তুমি যে বলপেন দিয়ে পরীক্ষা দিতে অভ্যাস্ত সেই বলপেনই use করবে। অন্য কোনটা ব্যবহার না করাই ভাল। ৮..তোমরা কোচিং সেন্টার গুলোতে কোচিং কোড ও সেট পূরণ করতে অভ্যাস্ত,কিন্তু answer sheet এ কিন্তু কোড/সেট option থাকবে না। সুতরাং এগুলো খুজতে গিয়ে সময় নষ্ট করবে না। ওখানে যেগুলো পূরন করতে হয় তা যথাযথ পূরন করবে। অন্যথায় কিন্তু পরীক্ষা দেয়া/এতদিনের পরিশ্রম বৃথা । ৯..কিছু প্রশ্ন কঠিন থাকবে যা তুমি পারবে না। এটাতে বিচলিত না হয়ে জানাগুলো ঠিকমত উত্তর করবে। মাথায় রাখবে যে,সবগুলো কিন্তু পারতে হবে না। ১০..নির্দিষ্ট প্রশ্নের উত্তরের জন্য Answer sheet (OMR sheet) এর নির্দিষ্ট বৃত্ত ভরাট করবে। খেয়াল রাখবে serial যেন break না হয়। এই ভুলের কারনে অনেক ভাল ছাত্রও chance miss করে। প্রতি বছরই এমনটা ঘটে। তোমার ক্ষেত্রে যেন না ঘটে তাই সাবধানতা অবলম্বন করবে। ১১..প্রশ্ন যেমনই হোক বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রেখে সম্পূর্ণ পরীক্ষা দিবে। কারন প্রশ্ন সবার জন্যই same .. ১২..কঠিন প্রশ্নে পিছে সময় নষ্ট করবে না,তাহলে কিন্তু জানা প্রশ্ন (100 টি প্রশ্ন) দেখারই সুযোগ পাবে না। সর্বপরি তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা,যেন তোমরা তোমাদের মেধার/কষ্টের প্রতিফলন ঘটিয়ে তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো এবং তোমাদের চুড়ান্ত বিজয় ছিনিয়ে নিতে পারো। লেখা ঃ আব্দুল্লাহ আসিক ।।
Posted on: Thu, 03 Oct 2013 19:05:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015