সাধারণ জ্ঞান - বাংলাদেশ - TopicsExpress



          

সাধারণ জ্ঞান - বাংলাদেশ প্রথম পর্ব ► প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন? – ২০১০ সালে। ► তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? – ডাউকি। ► BTRC এর ইংরেজী পূর্ণরূপ কোনটি? – Bangladesh Telecommunication Regulatory Commission. ► বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? … – সৈয়দপুর। ► বাংলাদেশের White Gold কোনটি? – চিংড়ি। ► বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? – কক্সবাজার। ► ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? – উন্নত জাতের গমের নাম। ► ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? – বিশ্ব সাহিত্য কেন্দ্র। ► যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে : দর্পণ। (২৩ তম BCS ) ► মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি প্রায়। (২৮ তম BCS ) ► মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS ) ► বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS ) ► এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS) ► আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১…০ তম BCS ) ► যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS ) ► ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS ) ► সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS) ► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS ) ► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS) ► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS) ► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS) ► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)। ► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)। ► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)। ► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS) ► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS) ► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS) ► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS) ► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS) ► কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে? -দক্ষিণ কোরিয়া। ► যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? -ফ্লোরিডা। ► কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে? -জাপান। ► ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি? – উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক ৪র্থ ও আশা ৩২তম)…। ► বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি? – ইরম শর্মীলা (মণিপুর, ভারত)। ► ‘ফেয়ার ফ্যাক্স’ কি? -গোয়েন্দা সংস্থার নাম। ► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? -১৯৭১ সালে। ► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়? -ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? – মেক্সিকোতে। ► বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? – বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার বা ১৩২২ ফুট। ► বিশ্বের কতটি দেশের কাছে ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) রয়েছে ও কি কি? – ৬টি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারত। ► বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম কি? – ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)। ► উত্ত…র কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কি? – কিম জং উন। ► সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম কি ছিল? – স্ট্যাসি ( প্রতিষ্টা ৯ ফেব্রুয়ারী ১৯৫০ – বিলুপ্ত ৪ অক্টোবর ১৯৯০)। ► নাসার সাম্প্রতিক চন্দ্রাভিযানের নাম কি? GRAIL ( Gravity Recovery And Interior Laboratory). ► সার্কের প্রথম নারী মহাসচিব কে? – ফাতিমা দিয়ানা সাঈদ। ► সার্কের প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন? – ২০ জানুয়ারী ২০১২। ► জেমস বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্রের নাম কি? – স্কাইফল। ► সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে? – মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)। ► আধুনিক পুলিশের জনক কে? – স্যার রবার্ট পিল (ব্রিটেন)। ► ‘দ্যা গ্রান্ড ডিজাইন’ গ্রন্থের লেখক কে? – স্টিফেন হকিং। ► বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বাংলাদেশ-ভারত সীমান্ত। ► ‘বনি ওয়ালিদ’ শহর কোন দেশে অবস্থিত? – লিবিয়া। … ► ইউরোপীয় ইউনয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়? – ডেনমার্ক ও যুক্তরাজ্য। ► ইন্টারনেট আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দুটি আইনের নাম কি? SOPA এবং PIPA. ► SOPA এবং PIPA এর পূর্ণরুপ কি? – Stop Online Piracy Act এবং Protect Intellectual Property Act. ► মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহণ করেন- আলবেনিয়া(২৬তম বিসিএস) । ► রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম- নলিনী । ► বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা । ► শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম- বার্থাভন সুটনার(অস্ট্রিয়া) । ► মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে(২৪তম বিসিএস) । ► একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি । ► ভারি পানির সংকেত- D2O । ► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা । ► পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৫-১৯ মার্চ ২০১১ । ► শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা । ► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো। ► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি। ► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম। … ► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়। ► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? – রফি উদ্দিন আহমদ। ► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ কোনটি? -হরমুজ প্রণালী। ► যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (২৬তম বিসিএস)। ► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা। ► পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়। ► এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)। ► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১। ► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে। ► ওসামা বিন লাদেনের মরদেহ যে রণতরীতে করে সাগরে সমাহিত করা হয় তাঁর নাম – USS কার্ল ভিনসন। ► ৩০ নভেম্বর ২০১১ অবমুক্ত করা চীনের নতুন নকশায়িত বৈজ্ঞানিক গবেষনা জাহাজের নাম – কেঝু (Kexue)। ► সবচেয়ে কম বয়সে (১৫ বছর) সাত মহাদেশের শীর্ষ সাত পর্বত চূড়ায় আরোহণ করেন – যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো। ► ২০১১ সালের ২৬ নভেম্বর নাসা মঙ্গল গ্রহে যে অনুসন্ধানী যান পাঠায় তার নাম – কিউরিসিটি, প্রকৃত নাম দ্যা মার্স সা…য়েন্স ল্যাবরেটরী (MSL)। ► ২০১১ সালে যে তিনটি দেশে শ্রম উয়িং খোলা হয় – জাপান, ইতালি ও জর্ডান, (মোট ১৬টি এ নিয়ে)। ► হিমছড়ি ঝরণার অন্য নাম – পরিমুড়া। ► বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য সল্প পাল্লার ক্ষেপণাস্রের নাম – এফএম-৯০। ► বাংলাদেশের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামারের নাম – ওয়াসিক ফারহান রূপকথা। ► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620 ► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়? ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে। ► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে? ২৭ মার্চ ২০০৪। ► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল? রামগড় লোকাল ব্যাটালিয়ন। ► স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন্? মোহাম্মদ উল্লাহ্। … ► জাতিসংহের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলি ► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়? জুন ২০১০। ► যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইসের লিখিত আত্মজীবনী – No Higher Honor. ► বিশ্বের বৃহত্তম সৌরচালিত নৌকা – এম টুরানোর প্লানেট সোলার। ► বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন তিন সদস্য দেশ – রাশিয়া, সামোয়া ও মন্টিনিগ্রো। ► ৫ আগস্ট ২০১১ নাসা কর্তৃক প্রেরিত মানুষ বিহীন নভোযান – জুনো। … ► বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি হয় – ৩১ অক্টোবর ২০১১। ► The Green Book গ্রন্থটির লেখক – কর্ণেল গাদ্দাফি। ► NDI কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষন সংস্থা? যুক্তরাষ্ট্র। ► এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্) ২১ মে ২০০৭। চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে কলটি করেন। ব্যবহার করেছিলেন মটোরোলার মোটোরেজর জেড-৮ সেট। ► বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি এবং কবে স্বীকৃতি পায়? আম স্বীকৃতি পায় ১৫ নভেম্বর ২০১০। ► পৃথিবীর শীতলতম স্থান – রাশিয়ার ভারখয়ানস্ক্। ► বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল – ২ বার। ► দুই টাকার নোট হচ্ছে সর্বোচ্চ সরকারি নোট্। এক এবং দুই টাকার নোট ছাপে অর্থমন্ত্রনালয় তাই এ দুটি নোটকে সরকারি নোট বলা হয়্। বাকি নোট ছাপা হয় বাংলাদেশ ব্যাংক থেকে। ► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়। ► আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? ভেদরগঞ্জ,শরীয়তপুর। ► বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ► বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হচ্ছে ‘Jiaozhou Bay Bridge’। এটির দৈর্ঘ্য ৪২.৫ কিলোমিটার্। সেতুটি তৈরি করতে প্রায় ১০০০০ লোকের ৪ বছর সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার্। সেতুটি ৩০ জুন ২০১১ তারিখে চালু হয়েছে। এটি চীনে অবস্থিত। ► কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? ৫১টি ► নীল নদ বর্তমানে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল Ethiopia, Sudan, South Sudan, Egypt, Uga…nda, Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi, Eritrea ► মাথায় বল নিয়ে দীর্ঘপথ হাঁটে গিনেস বুকে স্থান পাওয়া হালিম কত কি.মি. হেটেছেন? ১৫.২ কি.মি.। ► মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ‘Yangon’। বর্তমান রাজধানীর নাম ‘Nay Pyi Taw’ (officially spelled) । ► মার্কিন যুক্তরাষ্ট্র কে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? ফ্রান্স। ► সর্বপ্রথম কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন আসে? ১লা ডিসেম্বর ১৯৮০। ► ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান্’ এই কালজয়ী গ্রন্থটি সম্পাদনা করেছেন মুহম্মদ শহীদুল্লাহ্। ► ইন্টারপোল গঠিত হয় ১৯২৩ সালে। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে। ► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায় (১৮তম বিসিএস)। ► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)। ► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)। ► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)। ► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)। … • কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)। ► সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস। ► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী। ► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার। ► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড। ► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার। ► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত। ► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩। ► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর। ► কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া। ► ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী। ► ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী। ► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০। ► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ। ► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম। ► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী। ► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১ ► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish. ► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়। ► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ। ► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস। ► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য। ► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি। ► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী। ► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫। ► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের …প্রেসিডেন্টের অফিস। ► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে। ► চীনের রাজাকে বলা হতো : Son of God. ► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা। ► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম। ► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু। ► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে। ► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া। ► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ। ► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস। ► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)। ► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া। ► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর। ► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর। ► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক দ্বিতীয় পর্ব ► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল— সিপাহী ► সনাতন ধর্মের ভিত্তি কী? বেদ ► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর ► স্পেনের জাতীয় নাম কী? হিসপানিয়া ► ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু ► কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ইন্দোনেশিয়ায় ► ইন্টারপোল গঠিত হয় কবে? ১৯২৩ সালে ► তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়? ১৯৭১ সালে ► ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে? মহাত্মা গান্ধী… ► ‘The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আমীর আলী ► পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ ► সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? অগাস্ট কোঁৎ ► আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? পাকিস্তান ► ভিওআইপি কী? ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ► মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? ২৩ জোড়া ► পানির গভীরতা মাপার একক কী? ফ্যাদম ► উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি এসিড ও গ্লিসারল ► কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য— জলাধারে পানি জমিয়ে রাখা হয় ► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ ► বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত? ৫৫ শতাংশ ► পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো। ► পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর : হ্যামার ফাষ্ট। ► বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল : সুয়েজ খাল। (খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬ সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান-মিশর)। ► মিন্দানাও দ্বীপটি অবস্থিত : ফিলিপাইনে। ► ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)। ► বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান। ► পৃথিবীর উচ্চতম রাজধানী : লাপাজ, বলিভিয়া। ► বিশ্বের বৃহত্তম অরণ্য : তৈগা। ► গ্রেট হল অবস্থিত : চীনে। ► সাদা রাশিয়া বলা হয় : বেলারুশকে। ► জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি (নরওয়ে)। ► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে। ► পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ। ► হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো। ► বার্লিন প্রাচীরের পতন ঘটে : ১৯৮৯ সালে। ► ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে। ► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে। ► পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের। ► ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে। ► উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান। ► বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে। ► সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে। ► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি। ► সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে। ► পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে। ► ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া। ► ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে। ► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো। ► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি। ► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম। … ► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়। ► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা। ► পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়। ► এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)। ► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১। ► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে। ► ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার। ► সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় : লন্ডন থেকে। ► “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে। ► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে। ► ‘East london’ অবস্থিত : দক্ষিণ আফ্রিকায়। (২৯ তম BCS) … ► শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু। ► আমেরিকান বিজ্ঞানী আলভা এডিসন শৈশবে স্কুল থেকে বিতাড়িত হন খুব অলস বলে। অথচ সারা জীবনে তিনি ১৩০০ অবিষ্কারের জনক। তার সাফল্য সম্পর্কে তিনি বলেন, ১ শতাংশ মেধা আর ৯৯ শতাংশ পরিশ্রম। ► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য – ৫১৩৮ কি.মি.। ► স্থলসীমা – ৪৪২৭ কি.মি.। ► জলসীমা – ৭১১ কি.মি.। ► ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য – ৪১৫৬ কি.মি.। … ► মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য – ২৭১ কি.মি.। ► ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। ► বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড তৃতীয় পর্ব ► পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল ► কম্পিউটারে কম্পোজ শুরু হয় ১৯৮৭ সাল থেকে। ► মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড ► লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড ► আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল অবস্থিত আমাদের জিভ-এ। ► যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (২৬তম বিসিএস)। ► পৃথিবীর প্রায় সব দেশ গুলোতে হাঁচি দিলেই তিনি বলে ওঠেন “আলহামদুলিল্লাহ/sorry etc. তার আশে পাশের মানুষ বলেন ইয়ারহামুকুমুল্লাহ/Bless you”, কারণটা কী জানেন? আপনি যখন হাঁচি দেবেন তখন ১ মিলি সেকেন্ড এর জন্য আপনার হৃত্পিণ্ড থেমে যায়। ► বিশ্বের প্রথম ওয়েব সাইটের ঠিকানা হল- info.cern.ch/ ► তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ 63 তম অবস্থানে রয়েছে। ► ইতিহাসে ওয়েব সাইটের যাত্রা 1991 সালের 6 আগস্ট থেকে শুরু হয়ে বর্তমানে বিশ্বব্যাপী ওয়েব সাইটের সংখ্যা এখন 1968 কোটি। ► বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হচ্ছে সৌদিআরবের ‘King Fahd International Airport(৭৮০ বর্গ কিমি)। যার আয়তন বাহরাইন (৭৫০ বর্গ কিমি) দেশের চেয়েও বড়। ► বাংলাদেশের কোন চলচ্চিত্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়? মাটির ময়না ► বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ? – ১৯৭৪ ► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া ► শান্ত সাগর অবস্থিত চাঁদে। ► সুপার নোভা হলো মৃতপ্রায় তারকা। ► পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড। ► শীতকালে ব্যাঙের আত্মগোপন করাকে হাইবারনেশন বলে। ► Orange Revolution বা কমলা বিপ্লব সংঘঠিত হয়েছিল ইউক্রেনে। ► ফুটবল যুদ্ধ সংঘঠিত হয়েছিল ১৯৬৯ সালে। ► যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন” উক্তিটি করেন এডলফ হিটলার। ► কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত ইন্দোনেশিয়ায়। ► চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০কিমি। ► Wailing Wall অবস্থিত জেরুজালেমে। ► বিশ্বের কতটি দেশে পোলিও রোগী আছে? -১৬টি। ► জাপানি কমিক সিরিজ ডোরেমন এর স্রষ্টা কে? -হিরোশি ফুজিমাতো এবং মোতে আবিকো। ► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ কোনটি? -হরমুজ প্রণালী। ► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? – রফি উদ্দিন আহমদ। ► দেশের প্রথম টানেল নির্মিত হবে কোথায়? – পতেঙ্গায় কর্ণফুলি নদীর মোহনায়। ► দেশের দ্বিতীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্রগ্রাম। ► CPGCB এর পূর্ণরুপ কি? – Coal Power Generation Company of Bangladesh Limited. ► CPGCB কবে গঠিত হয়? – ২০১১ সালের ডিসেম্বরে। ► স্যান্ড বারলার ক্র্যাব এমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই। তারা পা দিয়েই বিশেষভাবে তাদের নিঃশ্বাস নিয়ে থাকে। ► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়। কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে। ► “লাইকা” পৃথিবীর প্রথম নভোচারী। লাইকা একটি মেয়ে কুকুর। ১৯৫৭ সালে লাইকা প্রথম মহাকাশ ভ্রমণ করে মানুষের পক্ষ থেকে। ► পুরো অ্যান্টারটিকা মহাদেশ জুড়েই কোনো সাপ নেই। ► জেলি ফিশের শরীরের ৯…৫ ভাগই পানি। ► ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন : মুসা ইব্রাহীম। ► রেলপথ মন্ত্রনালয় গঠন করা হয় ৪ ডিসেম্বর ২০১১। ► মানুষের আঙুল আর ঠোটের ছাপ কারোটা কারো সাথে মেলেনা। এবার জেনে রাখুন জেব্রাদের গেয়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে। ► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)। ► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়। ► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১। ► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ বন্ধ অবস্থাতেই থাকে। ► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ। … ► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম। ► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত। ভালো লাগলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা উৎসাহিত হই। ► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)। ► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)। ► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম – কিলিমাঞ্জারো। ► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ। ► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে। ► বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? – ৩০ সেপ্টেম্বর ২০১১ চতুর্থ পর্ব ► বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা (Pipilika)। ► প্রথম বাংলাদেশী হিসেবে সাজিদ আলী হাওলাদার কোনো প্রাণী আবিষ্কার করেন। ► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক। ► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish. ► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস। ► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।। ► পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে!! ► UNFPA বি…শ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছার দিন পালন করে ৩১ অক্টোবর ২০১১। ► লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হন ২০ অক্টোবর ২০১১। ► স্টিব জবস মারা যান কবে ৫ অক্টোবর ২০১১। ► কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন ৷ ► পৃথিবীতে মাত্র ১৪টি দেশে বাঘ পাওয়া যায়। বাংলাদেশ এর মধ্যে একটি। ► ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমানা হতে দূরে অবস্থিত : ১৬.৫ কিলোমিটার। ► মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় : ১লা জুলাই ১৯৯১। ► বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় ব্রিটেনে। ► জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার ০.০১ শতাংশ। ► IAEA (International Atomic Energy Agency) নোবেল পুরস্কার পায় ২০০৫ সালে। ► ইংরেজী Pen শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Penna থেকে। যার অর্থ পালক। প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো কি না, তাই। ► জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয় ৪ সেপ্টেম্বর, ১৯৮০। ► দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ► কাঠবিড়ালীরা পিছু হটতে পারেনা। পেছন যেতে চাইলে পুরো উল্টা ঘুরে পিছন যেতে হয়। ► বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে- ডাচ বাংলা ব্যাংক লি.। (৩১ মার্চ, ১১) ► পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা। ► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন। ► বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল। ► লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয় ► বিশ্বে বসবাসের উপযোগী শহরের তালিকায় শীর্ষ- ভিয়েনা, অষ্ট্রিয়া (ঢাকা- ২০৪তম; অনুপযোগী- বাগদাদ, ইরাক) ► ডিএনএ প্রথম আবিস্কৃত হয় ১৮৬৯ এ সুইস ফ্রেডরিক মিস্কলার এর মাধ্যমে । ► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ!! ► বর্তমানে বিশ্বে মেগাসিটি- ২৭ টি। শীর্ষ…- টোকিও। ঢাকার অবস্থান ১৯তম। (উল্লেখ, ১ কোটি বা অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলে) ► পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়। ► বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন বিল মোগরিজ। ► চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে এর ওজনের ১/৬ ভাগ। ► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুত খরচ একই হয়। ►বিশ্বের বৃহত্তম পার্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক। ► ডি নদী হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী। ► যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ফেডারেল রিজার্ভ সিস্টেম। ► যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!! ► লেবানন যে দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে : ফ্রান্স (২৬তম বিসিএস)। ► ডাকটিকেটের পেছনে প্রথম আঁঠা লাগানোর পদ্ধতি চালু করে সিয়েরা লিয়ন নামের আফ্রিকা মহাদেশের দেশটি। সালটা ছিলো ১৯৬৪। ► ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার। ► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে। ► ১৮১৭ সালে Baron von Drais প্রথম বাই সাইকেল তৈরি করেন যেটার কিনা চালানোর জন্য কোনও প্যাডেল ছিল না। মানুষ নিজে হেট…ে এটি চালাতও ! ► বিশ্বের প্রাচীনতম দেশ হচ্ছে সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। ► বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে। ► বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়। ► বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক হলেন ড.জামালউদ্দিন (বাংলাদেশ) ► বাংলাদেশের নাটোর জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী (সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট) ► রাশিয়া ও জাপানের মধ্যে যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ : শাখালিন দ্বীপপুঞ্জ পঞ্চম পর্ব ► বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের গাছ আসে এই আমাজন অরন্য থেকে।। ► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।। কেনো বলা হয় জানেন?? কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।। ► গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি। ► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)। ► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)। ► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম – কিলিমাঞ্জারো। ► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ। ► এশিয়ার বৃহত্তম অরন্য – তৈগা। ► এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও। ► মহামুনি বৌদ্ধবিহার অবস্থিত – রাউজান (চট্রগ্রাম)। ► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে। ► ওয়াটার লু অবস্থিত – বেলজিয়ামে। ► সড়ক দুর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশ কোনটি? – নেপাল (২য় বাংলাদেশ)। ► দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়্? – ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে। ► বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? – ৩০ সেপ্টেম্বর ২০১১। ► দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? – ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা। ► লিবিয়ায় ন্যাটো বাহিনী কবে অভিযান শুরু করে? অভিযানের নাম কি ছিল? – ১৯ মার্চ ২০১১, অপারেশন অডিসি ডন। ► ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে – ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে। ► এলিট বাহিনী র‍্যাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করে – ২৬ মার্চ ২০০৪। ► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন। ► বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল। ► দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে – জনতা ব্যাংক। ► বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর – এ এন এম হামিদুল্লাহ। ► UNESCO সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করেছে – ৬ ডিসেম্বর ১৯৯৭। ► একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!! ► বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না!! ► ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই!! আশ্চর্য না? ► সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)। ►মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে ▬► মেলানিন। ►১৫ মে ২০১০ জাতিসংঘের সদর দপ্তরে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়? ▬► ‘থ্রি ইডিয়টস’। ►২০১০ সালে কোথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য উন্মোচন করা হয়? ▬► সাংহাই, চীনে। ►স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? … ▬► নাইট্রিক এসিড। ►কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ▬► ইরাক। ►অং সান সুচি দেড় দশকের গৃহবন্দী থেকে মুক্তি পান কবে? ▬► ১৩ নভেম্বর ২০১০। ► প্রাচীন মিসরে তরুণীরা দিনের শুরুতে মাথায় জমাট বাঁধা পশুর চর্বি দিয়ে রাখত। পরে সূর্যের তাপে গলে চুলে মিশে যেত এই চর্বি। ওটাই ছিল তাদের চুলের কন্ডিশনার। ► ১৮৭০ সালে মার্কিন সেনারা মাথায় বিশেষ ধরনের টিনের টুপি পরত। এর ওপর লাগানো থাকত প্রদীপ। টুপির ভেতরেই থাকত তেল। রাতের আঁধারে পথ চলতেই এ ব্যবস্থা। ► ১৯৪২ সালে মার্কিন ক্যাপ্টেন সিরিল জোনস বিমান থেকে লাফিয়ে নেমেছিলেন সুমাত্রা জঙ্গলে। তবে মাটি ছোঁয়া…র আগেই গাছের ডগায় তাঁর প্যারাসুট আটকে যায়। শত্রুদের হাতে ধরা পড়ার আগে ঝাড়া ১২ দিন শূন্যে ঝুলে ছিলেন তিনি। আর এ সময়ে তাঁকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল একটি বানর! ► শুধু লন্ডনে গ্রাফিতি তথা দেয়ালচিত্র পরিষ্কার করতে সরকারকে বছরে খরচ করতে হয় প্রায় এক হাজার কোটি টাকা! ১৯৯৫ সালের চেয়ে এখন গ্রাফিতি চর্চা বেড়েছে পাঁচ গুণ ষষ্ঠ পর্ব ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষদেশ কোনটি – কাজাখস্তান (২য় কানাডা) গ্যাজপ্রম(Gazprom) কোন দেশ ভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি – রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত কে – স্টিফেন জেব়্যাফ “ইকো ওয়েষ্ট” কোয়ালিশন কি বিষয়ক সংগঠন – পরিবেশ অ্যানিমা ন্যাচারালিস (Anima Naturalis) কি সংশ্লিষ্ট সংস্থা বা সংগঠন –প্রানী অধিকার রক্ষা বিষয়ক(প্রতিষ্ঠা ২০০৩ সাল) আন্তর্জাতিক নির্গমন বানিজ্য সংস্থা (IETA) এর সদর দফতর কোথায় – জেনেভা,সুইজারল্যান্ড (প্রতিষ্ঠা১৯৯৯) ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের থিম সং কি – দে ঘুমা কে নেপালের জাতিসংঘ মিশন (United Nations Mission in Nepal – UNMIN) সমাপ্ত হয় কখন – ১৫ জানুয়ারী ২০১১ ( UNMIN প্রতিষ্ঠা পায় ২৩ জানুয়ারী ২০০৭) ইন্টারন্যাশানাল সি বেড ( seabed) অথরিটি(ISA) এর বর্তমান সদস্য দেশ কত – ১৬১ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান (রাডার ফাকি দিতে সক্ষম) তৈরিকারক দেশ কতটি – ৩টি (যুক্তরাষ্ট্র এফ -২২, রাশিয়া – টি-৫০, চীন –জে-২০) ২০১২ সালে ১৬ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় – ইস্পাহান,ইরান ব্লগ (Blog) কি – অনলাইন জার্নাল বা ওয়েবসাইট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি – কিংদাও হাইওয়ান সেতু, চীন (৪২ ৫৮ কিমি ২৬ ৪ মাইল) দ্বিতীয় ব্যক্তি হিসেবে কার কন্ঠে স্বরযন্ত্র (larynx transplant) স্থাপন করা হয় –ব্রেন্ডা জেনসেন (যুক্তরাষ্ট্র) প্রথম ব্যক্তি – টিমোথি হেইডলার বিশ্ব জলাতঙ্ক দিবস কবে – ২৮ সেপ্টেম্বর ফাইলেরিয়া (গোদরোগ) –এর জীবানু বাহক কোনটি – কিউলেক্স মশা বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি – ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশে কতটি ব্যাংক ইসলামী ব্যাঙ্কিং পরিচালনা করছে – ১৭ টি ২৭ ডিসেম্বর ২০১০ পর্যন্ত বাংলাদেশ ব্যাঙ্কের তথ্য মতে বৈদেশিক রিজার্ভের পরিমান কত – ১১ বিলিয়ন মার্কিন ডলার ২০১১ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত – ১৩০ তম দেশের ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি – ২০১১ – ২০১৫ সাল বাংলাদেশের তৈরী পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি – যুক্তরাষ্ট্র, ২য় জাপান বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কত মাস – ৬ মাস ( ৯ জানুয়ারী ২০১১ থেকে কার্যকর ) ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্থান কে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় – কুয়াকাটা,পটুয়াখালী জাতীয় বৃক্ষ “আম” কবে থেকে কার্যকর হয় – ১৪ ডিসেম্বর ২০১০ এইচ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত – হারপারহে,ম্যানচেস্টার (ব্রিটেন) MNP – Mobile Number Portability MLM – Multi-level Marketing EFT –Electronic Funds Transfer LPG – Liquefied Petroleum Gas মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র “মেহেরজান” এর পরিচালক কে – রুবাইয়াত হোসেন UN Women –এর সদর দফতর কোথায় – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দফতর কোথায় – পিলখানা, ঢাকা দাপ্তরিকভাবে বিডিআর –এর নাম বিজিবি লেখা হয় –কবে থেকে – ২৩ জানুয়ারী,২০১১ জুঁই (জেসমিন ) বিপ্লব কোথায় সংগঠিত হয় – তিউনিসিয়ায় (২০১১) শ্বেত বিপ্লব সংগঠিত হয় – ইরানে (১৯৬৩) ভেলভেট বিপ্লব সংগঠিত হয় –চেকোস্লাভাকিয়া (১৯৮৯) গোলাপি বিপ্লব সংগঠিত হয় – জর্জিয়া (২০০৩) কমলা বিপ্লব সংগঠিত হয় – ইউক্রেন (২০০৪) টিউলিপ বিপ্লব সংগঠিত হয় – কিরগিজস্তান (২০০৫) সিডার বিপ্লব সংগঠিত হয় –লেবানন(২০০৫) নীল বিপ্লব সংগঠিত হয় – কুয়েত (২০০৫) পারপেল বিপ্লব সংগঠিত হয় – ইরাক (২০০৫) মোবাইল ফোনের জনক কে – মার্টিন কুপার কম্পিউটার মাউসের জনক কে – ডগলাস এঞ্জেলবার্ট আধুনিক ল্যাপটপের জনক কে – বিল মোগারিজ বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি – অসবর্ন-১ সার্চ ইঞ্জিনের জনক কে – এলান এমটাজ বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিন (Search Engine) কি কি? – ইয়াহু(Yahoo), গুগল(google), আস্ক ডটকম(ask), বিং, বাইডু(Baidu) সপ্তম পর্ব প্রশ্ন : বাংলাদেশের টেস্ট ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে? উ : আবুল হাসান রাজু (১৪টি), বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ২০১২। প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট খেলার একযুগ পূর্তি হয় কত তারিখে? উ : ১০ নভেম্বর ২০১২। প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী? উ : সোহাগ গাজী। প্রশ্ন : ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান অধিনায়ক কে? উ : ড্যারেন স্যামি। প্রশ্ন : বাংলাদেশ দলের বর্তমান অধিনায়কের নাম কি? উ : মুশফিকুর রহিম। প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃৃদ্ধির হার কত? উ : ১.৩%। প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উ : অষ্টম। প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? উ : ১৫.২৪ কোটি। প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব আর্থিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? উ : ৫৭তম। প্রশ্ন : ৮ নভেম্বর ২০১২ ইন্টারপোলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উ : মিরিল্লি বাল্লেসট্রাজিছ (ফ্রান্স)। প্রশ্ন : ২০১২ সালের ২২ নভেম্বর ডি-৮ (উ-৪)-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উ : ইসলামাবাদ, পাকিস্তান। প্রশ্ন : ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডঈঙ)-এর বর্তমান সদস্য দেশ কতটি? উ : ১৭৯টি (সর্বশেষ সোমালিয়া, ৪ অক্টোবর ২০১২)। প্রশ্ন : ক্রোম বুক কি? উ : গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ। প্রশ্ন : বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কত তারিখে? উ : ৫ নভেম্বর ২০১২। প্রশ্ন : বিশ্বের প্রথম ঠবৎঃরপধষ ঞধশব ঙভভ ধহফ খধহফরহম (ঠঞঙখ) ড্রোন তৈরি করেছে কোন দেশ? উ : ইরান। প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ফোর জি (৪এ) প্রযুক্তি চালু হয়? উ : দক্ষিণ কোরিয়ায় (২০০৬ সালে) প্রশ্ন : পরমাণু মডেলের (অঃড়সরপ ংঃৎঁপঃঁৎব) জনক কে? উ : নিলস বোর (ডেনমার্ক)। প্রশ্ন : বিশ্বের কতটি দেশে গুগল কার্যালয় পরিচালনা করছে? উ : ৪৯টি দেশে। প্রশ্ন : ১৩ নভেম্বর ২০১২ গুগল কোন মোবাইল সেট ও ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছে? উ : নেক্সাস ৪ (ঘবীঁং-৪) এবং নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার। প্রশ্ন : ভাসমান হাসপাতাল রংধনুর উদ্বোধন করা হয় কবে? উ : ১৪ নভেম্বর ২০১২। প্রশ্ন : প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য কবে তার দেহাবশেষ উত্তোলন করা হয়? উ : ২৭ নভেম্বর ২০১২। প্রশ্ন : নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটার রেকর্ড করেন কে? উ : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস। প্রশ্ন : জাতিসংঘের আহ্বানে সারাবিশ্বে মালালা দিবস পালিত হয় কত তারিখে? উ : ১০ নভেম্বর ২০১২। প্রশ্ন : বাংলাদেশ এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেস) পূর্ণ সদস্য পদ লাভ করে কত তারিখে? উ : ৫ নভেম্বর ২০১২। প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উ : ৭০টি। প্রশ্ন : বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? উ : ৩-৫ বছর। প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে? উ : ৫ নভেম্বর ২০১২। প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে এবং কত তারিখে নিয়োগ প্রাপ্ত হন? উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর ২০১২। প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান সভাপতির নাম কি? উ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া। প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান মহাসচিবের নাম কি? উ : সৈয়দ শাহেদ রেজা। প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? উ: বালুয়ার্ত (মেক্সিকো)। প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা কত? উ : ৭০৫ কোটি ২১ লাখ। প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? উ : ১.১% (২০১২-১৫)। প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? উ : চীন। প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? উ : ট্যুভালু। প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? উ : ইন্দোনেশিয়া। প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি? উ : মালদ্বীপ। প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়? উ : ২ নভেম্বর ২০১২। প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের নাম কি? উ : এনরিক পিনা নিয়েতো। .................................................................. ✦বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা। •বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ. আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)। •ক্ষুদ্রতম নদী- ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট ­ ­্র। •আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)। •দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)। ✦বিশ্বের বৃহত্তম হ্রদের নাম- কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান ­ ­, ইরান)। •গভীরতম হ্রদ- বৈকাল (রাশিয়া)। ✦বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া)এব ­ ­ং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া) ✦পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-Angel Falls (৩২১২ ফুট),ভেনিজুয়েলা ­ ­। •পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-Guaira ­, ব্রাজিল। .................................................................................. ১. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? উ. আইসিডিডিআরবি ২. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা? উ. এশিয়াটিক সোসাইটি। ৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? উ. রাষ্ট্রপতি। ৪. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উ. ১৯৪৮ সালে। ৫. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে? উ. ১৯৯০ সালে। ৬. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? উ. সৌদি আরব। ৭. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? উ. ১৯৭৮ সালে। ৮. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন? উ. নিউইয়র্ক। ৯. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? উ. ২৮টি। ১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না উ. হেপারিন। ১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি? উ. ১ জোড়া। ১২. আকাশ নীল দেখায় কেন? উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। ১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? উ. লেন্সের। ১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী? উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে। ১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী? উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। ১৬. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’- এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা? উ. ব্যতিহার কর্তা। ১৭. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক? উ. ঐকদেশিক আধারাধিকরণ। ১৮. কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই? উ. লোপ চিহ্ন। ১৯. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? উ. ফারসি। ২০. যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে? উ. কৃতদার। ২১. ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট? উ. গুরুচণ্ডালী। ২২. ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়? উ. অনন্বয়ী অব্যয়। ২৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা? উ. সত্যেন্দ্রনাথ দত্ত। ২৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন? উ. কাণ্ডারী হুঁশিয়ার। ২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? উ. গোরা। ২৬. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে? উ. শ্রীধর কথক। ২৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী? উ. আঙুর। ২৮. ‘শম’ শব্দের অর্থ কী? উ. শাস্তি। ২৯. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী? উ. নিতান্ত অলস। ৩০. ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী? উ. কৃ+য। ৩১. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে? উ. বিষ্ণু দে। ৩২. বাংলাদেশ বিমানের প্রতীক কী? উ. বলাকা। ৩৩. বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে? উ. একবার। ৩৪. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে? উ. ১১টি। ৩৫. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৩৬. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী? উ. নারিকেল জিঞ্জিরা। ৩৭. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত? উ. লক্ষ্মীপুর। ৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে? উ. এ জে মিন্টু। ৩৯. ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে? উ. ১৯৫০ সালে। ৪০. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক? উ. জ্যামাইকা। ৪১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? উ. অক্টোবর মাসের প্রথম সোমবার। ৪২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? উ. নিকোলাস অটো। ৪৩. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? উ. প্রশান্ত মহাসাগর। ৪৪. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? উ. লন্ডন। ৪৫. কিসে ক্লোরোফিল নেই? উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে। ৪৬. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন? উ. যুক্তরাষ্ট্র। ৪৭. মুক্তার ওজনের এককের নাম কী? উ. গ্রেন। ৪৮. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উ. ক্যান্সার। ৪৯. কোয়ার্টজ কী? উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস। ৫০. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে? উ. যুক্তরাষ্ট্রে অষ্টম পর্ব প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর। প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ? উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট) প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী। প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ? উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান) প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ) প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ? উত্তর ;- রংপুর। প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি? উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB) প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ? উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১। প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ? উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ? উত্তর ;- এমভি জাহান মনি। প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ? উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম। প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ? উত্তর ;- আম। প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ? উত্তর ;- বাংলাদেশ। প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ? উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক। প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ? উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন। প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ?? উত্তর ;- নিপা। প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ? উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ? উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম। প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ? উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম। প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ? উত্তর ;- যশোর। প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ? উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.) প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন। উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান) প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ? উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার ) প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা) প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ? উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন) প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ? উত্তর ;- তিহান-১ প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ? উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ? উত্তর ;- বিজ স্টোন। প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ? উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া) প্রশ্ন ;- বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ? উত্তর ;- ড.শুভ রায় (বাংলাদেশ) প্রশ্ন ;- বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ? উত্তর ;- দুবাই (সংযুক্ত আরব আমিরাত) প্রশ্ন ;- ১ জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ? উত্তর ;- এস্তোনিয়া। প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ? উত্তর ;-১৭টি দেশে। প্রশ্ন ;-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ? উত্তর ;-কায়রো,মিশর। প্রশ্ন ;- ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ? উত্তর ;- টয়োটা(জাপন) প্রশ্ন ;- ১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ? উত্তর ;- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ) প্রশ্ন ;- বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ? উত্তর ;- ঢাকা,বাংলাদেশ প্রশ্ন ;- ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন ? উত্তর ;- আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া) প্রশ্ন ;- ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি ? উত্তর ;-”ইটান”,র অর্থ “শক্তিশালী”। প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ? উত্তর ;- গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং ইতালি ) প্রশ্ন ;- সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়? উত্তর :- স্পেনে সংবিধান জ্ঞান √ সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ; √ সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন – ড . কামাল হোসেন ; √ সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন – ৩৪ জন ; √ সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন – ড .আনিসুজ্জামান (আহবায়ক ), সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ); √ সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো – ১৪ হাজার টাকা ; √ সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন – শিল্পী হাশেম খান ; √ সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল; √ সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন – ড. কামাল হোসেন ; √ সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় – ৪ঠা নভেম্বর , ১৯৭২ সাল; √ সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় – ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল; √ সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২ সাল; √ মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে – বাংলাদেশ জাতীয় জাদুঘরে ; √ সংবিধানের প্রথমেই রয়েছে – প্রস্তাবনা √ সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে -রয়েছে – প্রজাতন্ত্র সম্পর্কে ; √ সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে – সাতটি ; √ সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে -রয়েছে – রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ; √ সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – আটারো টি ; √ সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে – মৌলিক অধিকার সম্পর্কে ; √ সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – একুশ টি ; √ সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে – নির্বাহী বিভাগ সম্পর্কে ; √ সংবিধানের চতুর্থ ভাগে অনুচ্ছেদ রয়েছে – ষোল টি; √ সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে -আইনসভা সম্পর্কে ; √ সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ঊনত্রিশটি ; √ সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে – বিচার বিভাগ সম্পর্কে ; √ সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে – চব্বিশটি; √ সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে – নির্বাচন সম্পর্কে ; √ সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে – নয়টি ; √ সংবিধানের অষ্টম ভাগে বলা হয়েছে – মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে ; √ সংবিধানের অষ্টম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ছয়টি ; √ সংবিধানের নবম ভাগে বলা হয়েছে -বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে ; √ সংবিধানের নবম ভাগে অনুচ্ছেদ রয়েছে – দশটি ; √ সংবিধানের দশম ভাগে বলা হয়েছে – সংবিধান সংশোধন সম্পর্কে ; √ সংবিধানের দশম ভাগে অনুচ্ছেদ রয়েছে – একটি ; √ ১২ সংবিধানের একাদশ ভাগে বলা হয়েছে – বিবিধ সম্পর্কে ; √ সংবিধানের একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে – এগার টি ; √ সংবিধানের মোট ভাগ – এগারটি ; √ সংবিধানের মোট অনুচ্ছেদ – একশ তিপ্পান্নটি; √ সংবিধানের মোট তফসিল – সাতটি √ সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় – সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে; √ সর্বমোট সংশোধনী – ১৬টি | Prepared by Md. Amir Hossen.
Posted on: Sat, 03 Jan 2015 01:28:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015