সাধারণ জ্ঞান( - TopicsExpress



          

সাধারণ জ্ঞান( আন্তর্জাতিক): বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত প্রশ্নঃ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? ক. সনোরা লাইন খ. ম্যাকনামারা লাইন গ. ডুরাল্ড লাইন ঘ. হিন্ডার বার্গ লাইন উত্তরঃ ক প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ক. চীন ও রাশিয়া খ. চীন ও ভারত গ. ভারত ও পাকিস্তান ঘ. পাকিস্তান ও আফগানিস্তান উত্তরঃ খ প্রশ্নঃ ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ক. ম্যাকমোহন লাইন খ. ডুরাল্ড লাইন গ. রেডলাইন ঘ. রেডক্লিফ লাইন উত্তরঃ ক প্রশ্নঃ Line of control is situated between which two countries?/লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? ক. ইসরাইল ও জর্ডান(Israel and Jordan) খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া(South Korea and North Korea) গ. চীন ও তাইওয়ান(China and Taiwan) ঘ. ভারত ও পাকিস্তান(India and Pakistan) উত্তরঃ ঘ প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা-- ক. ম্যাকমোহন লাইন খ. ডুরাল্ড লাইন গ. ম্যানারহেইম লাইন ঘ. রেডক্লিফ লাইন উত্তরঃ ঘ প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-- ক. র্যা ডক্লিফ লাইন খ. ম্যাকমোহন লাইন গ. ডুরাল্ড লাইন ঘ. ম্যানারহেইম লাইন উত্তরঃ ক প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি? ক. ডুরাল্ড লাইন খ. তালেবান লাইন গ. ম্যাকমোহন লাইন ঘ. রের্ডক্লিফ লাইন উত্তরঃ ক প্রশ্নঃ ডুরাল্ড লাইন কি? ক. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা খ. ভারত ও চীনের মধ্যকার সীমারেখা গ. ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা ঘ. উপরের সবগুলোই উত্তরঃ ক প্রশ্নঃ ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা? ক. এশিয়া ও অস্ট্রেলিয়া খ. আফ্রিকা ও মাদাগাস্কার গ. ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা উত্তরঃ ঘ প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? ক. ডুরাল্ড লাইন খ. ম্যাজিনো লাইন গ. হিল্ডারবার্গ লাইন ঘ. ম্যাকমোহন লাইন উত্তরঃ খ প্রশ্নঃ ওডার নীচ নদী--- ক. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক খ. পশ্চিম জার্মানি ও চেকোশ্লাভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক গ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ঘ. সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক উত্তরঃ ক প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি? ক. ডুরাল্ড লাইন খ. ৩৮তম অক্ষরেখা গ. ম্যাজিনো লাইন ঘ. ম্যাকমোহন লাইন উত্তরঃ খ প্রশ্নঃ কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে? ক. ১০° খ. ১৭° গ. ৩৮° ঘ. ৩৩° উত্তরঃ গ প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল? ক. ৩৮° সমান্তরাল খ. ১৭° সমান্তরাল গ. ২৩° সমান্তরাল ঘ. ১৮° সমান্তরাল উত্তরঃ খ
Posted on: Sat, 15 Nov 2014 12:05:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015