※※ সাধারণ জ্ঞান ※※ ১. - TopicsExpress



          

※※ সাধারণ জ্ঞান ※※ ১. ভারত - বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী : ৫৫টি ২. ভারত হতে বাংলাদেশে আসা নদী : ৫৫টি। ৩. মায়ানমার থেকে আসা অভিন্ন নদী : ৩টি। যথা : নাফ , সাঙ্গু ও মাতামুহুরী। ৪. বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা : ১টি ( পদ্মা / গঙ্গা ) । ৫. বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী : ১টি ( কুলিখ ) । ৬. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী : হাড়িয়াভাঙ্গা। ৭. যে নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয় : মেঘনা। ৮. দুই ভাগ হয়ে মেঘনা যে যে নামে প্রবাহিত হয় : সুরমা ও কুশিয়া। ৯. গোমতী নদীকে বলা হয় : কুমিল্লার দুঃখ। ১০. যে নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত : মেঘনা। সবকিছু জানতে এই পেইজটি লাইক দিন :: কারেন্ট অ্যাফেয়ার্স - Current Affairs
Posted on: Sat, 13 Sep 2014 08:52:34 +0000

Trending Topics



div>

Recently Viewed Topics




© 2015