#সাধারণ_জ্ঞান_পার্ট_৪ ► - TopicsExpress



          

#সাধারণ_জ্ঞান_পার্ট_৪ ► ‘ফেয়ার ফ্যাক্স’ কি? - গোয়েন্দা সংস্থার নাম। ► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? -১৯৭১ সালে। ► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়? - ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? – মেক্সিকোতে। ► বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? – বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার বা ১৩২২ ফুট। ► বিশ্বের কতটি দেশের কাছে ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) রয়েছে ও কি কি? – ৬টি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারত। ► বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম কি? – ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)। ► উত্ত…র কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কি? – কিম জং উন। ► সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম কি ছিল? – স্ট্যাসি ( প্রতিষ্টা ৯ ফেব্রুয়ারী ১৯৫০ – বিলুপ্ত ৪ অক্টোবর ১৯৯০)। ► নাসার সাম্প্রতিক চন্দ্রাভিযানের নাম কি? GRAIL ( Gravity Recovery And Interior Laboratory). ► সার্কের প্রথম নারী মহাসচিব কে? – ফাতিমা দিয়ানা সাঈদ। ► সার্কের প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন? – ২০ জানুয়ারী ২০১২। ► জেমস বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্রের নাম কি? – স্কাইফল।
Posted on: Sat, 20 Dec 2014 15:00:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015