সাধারন জ্ঞান - TopicsExpress



          

সাধারন জ্ঞান -১১ ----------------- ১.টেস্ট টিউব বেবির জনক কে? ==রবার্ট জি. এডওয়ার্ডস ২.কলেরার জীবাণু ভিব্রিও কলেরি এক ধরনের কি? == ব্যাকটেরিয়া ৩.বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? ==বখতিয়ার খলজী ৪.সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল? ==সুবর্ণগ্রাম ৫.মহামুনি বিহার কোথায় অবস্থিত? ==চট্টগ্রামের রাউজানে ৬.জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ==নিউইয়র্ক ৭. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? == কাঠমুন্ডু ৮.সপ্তর্ষিমন্ডল আকাশে কিসের মত দেখায়? ==জিজ্ঞাসা চিহ্নের মতো ৯.বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ==ধলেশ্বরী ১০.জার্মানির কোন রাজা ইংলেন্ডের সিংহাসনে বসেন? == তৃতীয় জর্জ Courtesy by #modusvivendi Its an educational page.....
Posted on: Thu, 28 Aug 2014 06:02:48 +0000

© 2015