সোনালী ব্যাংকের লিখিত - TopicsExpress



          

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার মডেল টেস্ট -২০১৪ সময়: ২ ঘন্টা পূর্ণমান:১০০ 1. Focus writing in English(20 marks) Write an essay on Corporate Social Responsibility in the context of Bangladesh. 2.Focus writing in Bangla(20 marks) তৈরী পোশাক শিল্পে কর্ম পরিবেশ উন্নতি বাংলাদেশের রপ্তানী বানিজ্যে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? 3.Mathematics(3×5=15) A) দুইটি নল দ্বারা ১টি চৌবাচ্চা ৬ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একসঙ্গে খুলে দেওয়ার ৩ মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৫ মিনিট সময় লাগল। কোন নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? B) এক ব্যাক্তি ২৫০০ টাকার একটি লোন কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি । যদি ১ম কিস্তি ১ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার লোন শোধ করতে পারবেন? C) একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর ১০% কমিশর দিয়ে বিক্রয় করায় ২০% লাভ হলো । ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল?
Posted on: Fri, 05 Sep 2014 08:12:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015