সান্টা সিং এম বি বি - TopicsExpress



          

সান্টা সিং এম বি বি এস সান্টা সিং এর বাবার খুব ইচ্ছা ছিলো যে তার ছেলে ডাক্তার হবে। তাই হায়ার সেকেণ্ডারির পর সান্টা সিং বাবার ইচ্ছা পূরণের জন্য মেডিকাল এন্ট্রান্সে বসে পড়লো। আমাদের ভাগ্য ভালো যে সান্টা এন্ট্রান্সে পাশ করতে পারেনি! কিন্তু কেনো, সেটা আপনার জানেন কি? অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে সান্টা সিং এর মেডিকাল এন্ট্রান্সের খাতাটা এসেছে। সান্টার দেওয়া উত্তরগুলো নীচে তুলে দিলাম। এন্টিবডি (Antibody) - যে সবার বিরুদ্ধে। আর্টারি (Artery) - পেইন্টিং, অর্থাৎ আর্ট সম্বন্ধে পড়াশুনা। ব্যাক্টেরিয়া (Bacteria) - ক্যাফেটেরিয়ার ব্যাকডোর অর্থাৎ পেছনের দরজা। সিজারিয়ান সেকশন (Caesarean section) - সিজারের দেশ রোমের একটি অংশ। কার্ডিওলজি (Cardilogy) - পোকার খেলা শেখার ওপর এ্যাডভান্সড ট্রেনিং। ক্যাটস্ক্যান (Cat scan) - ক্যাট, মানে বেড়ালকে খুঁজে বের করা। ক্রনিক (Chronic) - কাকের (ক্রো) ঘাড় (নেক)। কোমা (Coma) - যতিচিহ্ণ। কর্টিজন (Cortisone) - কোর্টের আশপাশের এলাকা। সিস্ট (Cyst) - সিস্টারকে ছোট করে ডাকা। ডায়াগনসিস (Diagnosis) - যে লোকের নাক (নোজ) ব্যাঁকা। ডায়ালেট (Dilate) - লেট প্রিন্সেস ডায়ানা। ডিসলোকেশন (Dislocation) - এই জায়গা। ডুয়োডেনাম (Duodenum) - ডেনিম জিনস পরিহিত দুজন।
Posted on: Sun, 09 Nov 2014 15:30:53 +0000

© 2015