::: সাবজেক্ট - TopicsExpress



          

::: সাবজেক্ট (ডিপার্টমেন্ট) চয়েস নিয়ে মেগাপোস্ট ::: সেদিন এক ছোট ভাইয়ের সাথে কথোপকথনের এক পর্যায়ে সে বলল তার এপ্লাইড কেমিস্ট্রিতে পড়ার ইচ্ছে। এপ্লাইড কেমিস্ট্রি কেমন হবে? তো, আমি বললাম AEC এমন-তেমন... ছোট ভাই খেল টাস্কি!!! ভাইয়া AEC আবার কোনটা!!? আরে ভাই AEC-ই তো এপ্লাইড কেমিস্ট্রি। AEC= Applied & Environmental Chemistry. ও এবার বুঝলাম। --- উপরের কাহিনীটি বলার কারনটা এবার বলি। তুমি কোন সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছো সেটা সম্পর্কে আগে ভালমত জানো। এপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার পর যেন বলতে না হয় AEC তে আমি পড়ি না। আমি পড়ি এপ্লাইড কেমিস্ট্রিতে। কিংবা APECE টে ভর্তি হওয়ার পর যেন কারো সামনে APECE এর পূর্ন রূপ বলতে ভুল না কর। সেটা লজ্জাজনক তো হবেই। তোমার নিজের জন্যও বিপত্তিকর হবে। কিভাবে? যেমন: চবির এপ্লাইড কেমিস্ট্রি বলতে প্রায় সবাই যে ভুলটা করে এটি হল কেমিকেল ইঞ্জিনিয়ারিং। কিন্তু সাবজেক্টটির নাম এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং ACCE নয়!! সাবজেক্টির নাম হল এপ্লাইড এন্ড ইনভাইরনমেন্টাল কেমিস্ট্রি AEC. সুতরাং প্রথম কথা, তুমি যে সাবজেক্টেই পড়তে চাও না কেন আগে ভালমত খোঁজ নাও। দ্বিতীয় কথা, অনেকেই প্রশ্ন করে ভাইয়া কোন সাবজেক্ট ভাল হবে? ভাল খারাপ বলে কিছু নেয়। আসল ব্যাপার হল কোন সাবজেক্টটিতে তুমি বেশি আগ্রহ পাও.. আগ্রহ ছাড়া পড়লে কখনোই একাডেমিক রেসাল্ট সিজিপিএ ভাল তুলতে পারবে না। আর ভাল সাবজেক্টে খারাপ রেসাল্ট করার চেয়ে তুলনামূলক কম ভাল সাবজেক্টে ভাল রেসাল্ট করা তোমার জন্য মঙ্গলজনক। তৃতীয় কথা, এর পরেও সাবজেক্টের ডিমান্ড বলে একটি কথা থেকে যায়। আরে ভাই এখন ডিজিটাল যুগ, চাকরির খবরের অনেক ওয়েবসাইট আছে। আমার সময় আমি যেটা করেছিলাম বিভিন্ন জব এডভার্টাইজিং সাইটে গিয়ে সাবজেক্টওয়াইজ চাকরির বাজার অনুসন্ধান করেছিলাম। ছোট কাজ। ১দিন টাইম নিয়ে বসে পড়ো ইন্টারনেটে। ফেসবুক করে তো কত সময় নষ্ট করছো... তাহলে কোন সাবজেক্ট ভাল হবে, কোনটি মন্দ হবে এসব নিয়ে ১০০ জন মানুষের মুখে ১০০ রকম কথা শুনে মাথা নষ্ট করতে হবে না। নিজের লাইফের ডিসিশন নিজে দেখেশুনে নিজে নেওয়া ভাল। তবে এক্ষেত্রে লক্ষ্যনীয় কোন সাবজেক্টে in future ভাল জব ফিল্ড আসবে, আর কোন সাবজেক্টে জব ফিল্ড সামনে খারাপ হতে পারে এসব নিয়েও একটু এনালাইজ করবে। তারপর ভেবে চিন্তা সিদ্ধান্ত নাও। Its ur life, so decision is also urs... :-) সবার সিদ্ধান্ত যথার্থ হোক যা সুন্দর ভবিষ্যতের পথে নিয়ে যাবে.... এই কামনায় শেষ করছি। Admin Hasnat Azimul :: All rights reserved :: Copyright © CU Admission Test Help Desk; 2014.
Posted on: Sun, 02 Nov 2014 10:15:37 +0000

Trending Topics



b>

Recently Viewed Topics




© 2015