সাবমেরিন ক্যাবলে - TopicsExpress



          

সাবমেরিন ক্যাবলে কারিগরি ত্রুটির কারণে দেশে ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। তবে এরই মধ্যে ক্যাবল মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ইন্টারনেটের স্বাভাবিক গতি পাওয়া যাবে বলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্রে জানা গেছে। বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, গত শনিবার ভারতের মুম্বাই ও চেন্নাইয়ের মাঝামাঝি স্থানে সাবমেরিন ক্যাবলের রিপিটারে সমস্যা দেখা দেয়। এটা সমাধানে কিছুদিন সময় লাগবে। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। মেরামত সম্পন্ন হলে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে আসবে। জানা গেছে, সাবমেরিন ক্যাবলের ওয়েস্ট সেগমেন্টে ব্যান্ডউইডথ সরবরাহে সমস্যা হওয়ায় ইস্ট সেগমেন্ট দিয়ে ব্যান্ডউইডথ নেয়া হচ্ছে। পাশাপাশি বিকল্প সংযোগ হিসেবে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যান্ডউইডথ সরবরাহ করা হচ্ছে।
Posted on: Fri, 23 Jan 2015 06:56:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015