সাম্প্রতিক বিশ্ব ©® # - TopicsExpress



          

সাম্প্রতিক বিশ্ব ©® # বাংলাদেশ_অর্থনৈতিক_সমীক্ষা_2014 ♪জনসংখ্যা: ১৫ কোটি ৫৮ লাখ ♪ জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭% ♪পুরুষ মহিলা অনুপাত: ১০০.৩ : ১০০ ♪জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার: ১,০১৫জন ♪প্রত্যাশিত আয়ুষ্কাল: ৬৯বছর ♪চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়: ১১৯০ মার্কিন ডলার ♪ রপ্তানি আয়: ২৪,৬৫৪ মিলিয়ন মার্কিন ডলার(current aff. july 2014) ♪ # বাংলাদেশে___ ইউনিয়ন=৪৫৬২ থানা=৬৩৬ ,সর্বশেষ চন্দ্রগঞ্জ,লক্ষীপুর. পৌরসভা=৩১৯ ,সর্বশেষ ৩১৮তম নাজিরহাট চট্টগ্রাম এবং৩১৯তম দেবীগঞ্জ পঞ্চগড়. জেলা=৬৪ বিভাগ=৭ ,সর্বশেষ রংপুর. সিটি করপোরেশন=১১, সর্বশেষ গাজীপুর. উপজেলা=৪৮৯, সর্বশেষ ৪৮৮তম গুইমারা খাগড়াছড়ি ৪৮৯তম ওসমানীনগর সিলেট. গ্রাম=৮৭৩৭২ বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় হয় ১৪ মার্চ ২০১২, বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪, বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কি মি, ♪অর্থনৈতিক অঞ্চল ২০০নটিক্যাল মাইল পর্যন্ত. --------------------------------------------- --------------- সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীরা কোন ফলের জীবনরহস্য উদঘাটন করেন? আম দেশের কোথায় অটিস্টিক একাডেমি স্থাপিত হবে? Mohakhali, Dhaka ICC WORLD CUP T20,2014 champion কোন দেশ? Sri Lanka SAARC এর ১২তম মহাসচিব র নাম?অর্জুন বাহাদুর থাপা জাতীয় পতাকা পরিবর্তনের জন্য সম্প্রতি কোন দেশ গণভোট আয়োজন করে? নিউজিল্যান্ড ৪মার্চ ২০১৪ BIMSTEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?মিয়ানমার বাংলাদেশের বিজ্ঞানীরা কোন প্রাণীর জীবনরহস্য উন্মোচন করেছেন?মহিষ ICC WORLD T20 ,2016 যে দেশে হবে? India কিংডম টাওয়ারের উচ্চতা কত? 1000 meter ভারতের ২৯তম অঙ্গরাজ্যের নাম কি? Telenggana নেত্র যে দেশের গোয়েন্দা সফটওয়্যার? India ভারতের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীর নাম? I N S bikkramadito জাতিসংঘ মোট কতটি শান্তিরক্ষা মিশন গঠন করেছে? 69, 69th=MISCA. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে TICFA স্বাক্ষরিত হয় কবে? 25 Nov 2013 NATO র নতুন মহাসচিব কে? Janes Stalenburg ২০১৫সালের ১জানুয়ারি ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে কোন দেশ? Lithuania,; 18th=latvia, ৮ মার্চ ২০১৪ নারীদের জন্য যে হেল্পলাইন চালু করা হয় তার নম্বর , 10921 ৮ মার্চ ২০১৪ MH370 নিখোঁজ হয় কতজন যাত্রী নিয়ে , 239 ১ এপ্রিল ২০১৪ থেকে SAARC ভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?Maldives ৭ আগস্ট ২০১৩ বাংলাদেশ জাতীয় যাদুঘরের শততম প্রতিষ্ঠা বার্ষিকী. ২১ আগস্ট ২০১৩ কুয়াকাটায় দেশের প্রথম মেরিন যাদুঘরের ভিত্তি প্রস্তর উদ্বোধন. ২৬ সেপ্টেম্বর ২০১৩ দক্ষিণ এশিয়ার ১ম দেশ হিসেবে জাতিসংঘ অস্ত্র বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ. ১জানুয়ারি ১৯৭৬সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেয়ে আসছিল , ২৭জুন ২০১৩ যুক্তরাষ্ট্র এ সুবিধা স্থগিত করে . ইরানের ৭ম প্রেসিডেন্ট হাসান রুহানি. অস্ট্রেলিয়ার ২৮তম প্রধানমন্ত্রী টনি অ্যবোট. মালদ্বীপের ষষ্ঠ প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন. WTOএর বর্তমান মহাপরিচালক রবার্তো কার্ভালহো দ্য আজেভিদো. CTBT অনুমোদন কারী ১৬০তম দেশ গিনি বিসাউ, ১৬১তম ইরাক, ১৬৩তম কঙ্গো প্রজাতন্ত্র. ৩ অক্টোবর ২০১৩ গাম্বিয়া কমনওয়েলথ এর সদস্যপদ ত্যাগ করায় কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ ৫৩টি . ১৯ নভেম্বর ২০১৩ ভারতে চালু হওয়া প্রথম নারী পরিচালিত ব্যাংকের নাম দ্য ভারতীয় মহিলা ব্যাংক. ০৩ - ০৬ ডিসেম্বর ২০১৩ বিশ্ব বাণিজ্য সংস্থার ৯ম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় বালি ,ইন্দোনেশিয়া.
Posted on: Fri, 02 Jan 2015 10:11:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015