সারাদিন অনাহারে কত কস্ট - TopicsExpress



          

সারাদিন অনাহারে কত কস্ট করলাম, ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত থাকলাম,কিন্তু রোযা তো হলনা---------কেন?রোযার আদব যে আদায় করলামনা তাই।আদব মানে?অনাহারে থাকা কি রোযা নয়?না।রাসুল (সঃ)বলেছেন, অনেক রোযাদার এমন আছে,যাদের বিনিময় ক্ষুধার্ত থাকা ছাড়া কিছুই হয়্না।-(আল-হাদীস,ইবনে মাজাহ)।তাই আসুন আদব জেনে নেই।রোযা শুদ্ধ হওয়ার জন্য ৬টি শর্ত(আদব)।যথাঃ১)চোখের হেফাজত করা।এমনকি স্ত্রীর প্রতি কামদৃস্টি করলে ও রোযার অবমাননা হয়। ২)জবানের হেফাজত করা।বোখারী শরীফে আছে,কেউ রোযাদারের সাথে ঝগড়া করতে চাইলে তাকে ক্ষান্ত করার জন্য বলে দাও আমি রোযাদার।(তবু জবানকে অপব্যবহার করে রোযার ছওয়াব নস্ট করনা)। ৩)কানের হেফাজ্ত…কারন,মন্দ কথা বলা যেমন পাপ শোনা ও তেমন। ৪)অন্যান্য সব অংগের হেফাজত…পূর্বোক্ত তিনটি অংগের দ্বারা গোনাহ অধিক হয় বলে পৃথকভাবে উল্লেখ হয়েছে। ৫)হালাল মাল দ্বারা ইফতার করলে ও উদর পূর্ণ করে না খাওয়া।কারন এতে রোযার উদ্দেশ্য ব্যাহত হয়।-(ঈমাম গাযালী রহঃ)। ৬)রোযা কবুল হচ্ছে কি না,এ বিষয়ে শংকিত থাকা।-(মাঃ যাকারিয়া রহঃ)। R CHY
Posted on: Thu, 11 Jul 2013 11:55:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015