সিরিয়ার সরকার ও - TopicsExpress



          

সিরিয়ার সরকার ও গণবাহিনীর মোকাবেলায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো একের পর এক পরাজিত হওয়ায় সন্ত্রাসীরা একদিকে যেমন হতাশ হয়ে পড়েছে অন্যদিকে নিজেদের মধ্যে নেতৃত্বের কোন্দলও চরমে উঠেছে। সিরিয়ার আদলিব প্রদেশে তৎপর আন্‌ নুসরা সন্ত্রাসী গ্রুপ অন্যান্য সন্ত্রাসী গ্রুপের অনেক সদস্যকে গ্রেফতার করেছে। জানা গেছে, আন্‌ নুসরা গ্রুপ সিরিয়ান ফ্রিডোম আর্মির অন্তত ১৫০ সদস্যকে আটক করেছে। সিরিয়ার আদলিব প্রদেশের বেশিরভাগ এলাকা আন্‌ নুসরার নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা বিরোধী পক্ষের যেসব সন্ত্রাসীদের আটক করেছে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে। এদিকে গত কয়েক সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনীর কাছে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের আত্মসমর্পণের পরিমাণ বেড়েছে। সিরিয়ার সেনাবাহিনী যুদ্ধের ময়দানে সন্ত্রাসীদের বিরুদ্ধে একের পর বিজয় লাভের পর সেদেশে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এ অবস্থায় অনেক সন্ত্রাসী গ্রুপ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। সিরিয়ার সরকার বিরোধী জোট যেইশ আল ইসলামের নেতা যাহরান আলুশ রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা এবং আইএসআইএল বিরোধী যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করার ওপর জোর দেয়ায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এমন সময় তিনি এ বক্তব্য দিলেন যখন কিছুদিন আগে খবর বেরিয়েছিল যাহরান আলুশের নেতৃত্বে যেইশ আল ইসলামের একদল প্রতিনিধি দামেস্ক সফরে যান এবং সেখানে গিয়ে তারা সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশের পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে মতবিনিময় করেছেন। যাহরান আলুশে এমন সময় তার নীতি অবস্থানে পরিবর্তন আনলেন যখন জাতিসংঘও কিছুদিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোসহ দেশটির অন্যান্য শহরে রাজনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা শুরু করেছে। একই সঙ্গে জাতিসংঘ যুদ্ধপীড়িত এলাকায় ত্রাণ সাহায্য পৌঁছে দেয়ার কাজও শুরু করেছে। সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গ্রুপ এবং পাশ্চাত্যের কূটনৈতিক মহল মনে করে জাতিসংঘ পরিকল্পনা বাস্তবায়িত হলে আলেপ্পোর অবস্থা হোমস শহরের মতো হতে পারে। কারণ যুদ্ধ থেমে যাওয়ার পর সরকারী বাহিনী হোমস শহর দখল করতে সক্ষম হয়। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার বর্তমান ঘটনাবলী থেকে বোঝা যায়, সেদেশে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো আগের চেয়ে আরো বেশি কোণঠাসা হয়ে পড়েছে এবং সেনাবাহিনীর একের পর এক বিজয়ের ফলে সন্ত্রাসীরা হতাশ হয়ে পড়েছে ও তাদের কোনো ভবিষ্যৎ নেই। এ অবস্থায় কোনো কোনো সন্ত্রাসী গ্রুপ নিজেদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং এখন তারা সরকারের শান্তি প্রক্রিয়ায় শামিল হওয়ার চেষ্টা করছে সুত্রঃ রেডিও তেহরান
Posted on: Thu, 11 Dec 2014 12:13:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015