সার্চ ইঞ্জিন - TopicsExpress



          

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ৫ টি চরম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান - ১ম পর্ব ================================================== আমি আশা করছি আগামী ৫ টি পোস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ৫ টি চরম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সম্পর্কে আলোচনা করবো যা ধারাবাহিকভাবে গ্রুপে পোস্ট করবো। আশা করি আপনারা এ থেকে উপকৃত হতে পারবেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এসইও (SEO) এক দু বা সপ্তাহ খানেকের ব্যাপার নয়। সফল এসইও করার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়। নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়। এ ক্ষেত্রে নিয়মিত কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের উপর নজর রাখা জরুরি। আজ আমি আলোচনা করবো আপনার ওয়েব ট্রাফিক কিভাবে এবং কোথায় থেকে আসছে। ওয়েব ট্রাফিক মূলত বিভিন্ন দিক থেকেই আসতে পারে। হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে আপনার ওয়েব ট্রাফিক আসতেছে, হতে পারে ডিরেক্ট ট্রাফিক পাচ্ছেন, হতে পারে আপনি অন্য কোন মাধ্যম থেকেও আপনার ট্রাফিক আসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ওয়েবে সার্চ ইঞ্জিন ব্যবহার করে কতজন ভিজিটর আসছে। যাদেরকে আপনি অর্গানিক ভিজিটর হিসেবে চিনেন। আপনি যদি পিপিসি (PPC) ব্যবহার করে ট্রাফিক আনেন সেটা ভিন্ন কথা। আমি কিন্তু শুধু মাত্র অর্গানিক ভিজিটরের কথা বলছি, যারা শুধু মাত্র বিভিন্ন সার্চ করার মাধ্যমে আপনার সাইটে এসেছে। আর এই পরিসংখ্যান পুরোপুরি পর্যবেক্ষণের জন্য আপনাকে গুগল এনালিটিক্স আপনার ওয়েবের প্রতিটি পাতায় পাতায় যুক্ত করতে হবে এবং দেখতে হবে আসলে আপনার ভিজিটররা আপনার সাইটে কিভাবে এবং কোথা হতে আসছে। সেইসাথে সাইটে ভিজিটরের পদচারণাও আপনি পর্যালোচনার জন্য গুগল এনালিটিক্স ব্যবহার করতে হবে। যাইহোক আপনি এনালিটিক্স আপনার সাইটে যুক্ত করার ফলে এই পরিসংখ্যান পাওয়া আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আপনি প্রতিদিন যেকোন সময় আপনার সাইটে কতজন অর্গানিক ভিজিটর এসেছে তা আপনি জানতে পারবেন। এই পরিসংখ্যান বাংলাদেশ সময় প্রতিরাত ১২:০০ টায় আপডেট হয়। অর্গানিক ভিজিটরের পরিসংখ্যান দেখতে আপনাকে নিম্নোক্ত কাজটি করতে হবে- ১। গুগল এনালিটিক্স একাউন্টে লগইন করতে হবে ২। তারপর বাম দিক থেকে একুইজিশন (Acquisition) থেকে চ্যানেল (Channels) ট্যাব সিলেক্ট করতে হবে। এভাবে আপনি জানতে পারবেন আপনার সাইটে ডিরেক্ট কতজন ভিজিটর এসেছে, সোশ্যাল মিডিয়া থেকে কতজন ভিজিটর এসেছে এবং সেইসাথে কতজন অর্গানিক ভিজিটর। যদি দেখেন আপনার অর্গানিক ভিজিটর বাড়ছে না। তাহলে আপনাকে খুজতে হবে সেই কারণ। ধন্যবাদ।
Posted on: Tue, 02 Sep 2014 03:55:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015