সিলিকন ভ্যালি থেকে - TopicsExpress



          

সিলিকন ভ্যালি থেকে আমাদের দেশে বিনিয়োগ হবে, এটা আমি স্বপ্ন দেখতাম । কিন্তু কখনো ভাবি নি, এটা আমি ২০১৪তেই শুনতে পারব । বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ নিবে, এটা যেমন স্বপ্ন দেখি, সিলিকন ভ্যালির বিনিয়োগ আসার স্বপ্নও তেমন দেখতাম । শেখের বেটি ক্ষমতায় থাকলে প্রতিদিন নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া দুরূহ ব্যাপার নয় । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশ্বনন্দিত প্রযুক্তিবিদ জনাব সজীব ওয়াজেদ জয় সম্ভব করেছেন এই দুঃসাধ্য সপ্ন বাস্তবায়নে । একজন প্রযুক্তিমনা মানুষ হিসেবে এটা বিশ্বজয়ের মত বড় একটি সুসংবাদ । কারণ, সিলিকন ভ্যালি হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চলের নাম, যেটি সান ফ্রান্সিস্কো ও সান হোসে এর মধ্যবর্তী ৩০০ বর্গমাইল বিস্তৃত একটি বিশেষ এলাকা । ইন্টারনেটসহ সকল আধুনিক প্রযুক্তির আঁতুড়ঘর এটি । Google, Yahoo, Intel, Facebook, Adobe, Apple, HP সহ অন্যান্য সকল টেক জায়ান্ট এর কার্যালয় এখানেই অবস্থিত । বোঝেন এখন, কত বড় উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ! জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাও, আমরা অতন্দ্র জেগে আছি সোনার বাংলা গড়তে । জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক
Posted on: Mon, 24 Nov 2014 18:18:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015