*******সিলেট ইঞ্জিনিয়ারিং - TopicsExpress



          

*******সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদনের ঠিকানা****** # যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদন করতে ইচ্ছুক তাদের নিম্নোক্ত ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। (আবেদন এখনও শুরু হয়নি। সার্কুলার দিলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই কেউ এখনি আবেদন করা শুরু কর না ) আবেদনের ঠিকানা- admission.sec.ac .bd/ ******* ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদনের ঠিকানা****** # যারা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদন করতে ইচ্ছুক তাদের নিম্নোক্ত ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে । (আবেদন এখনও শুরু হয়নি। সার্কুলার দিলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই কেউ এখনি আবেদন করা শুরু কর না ) আবেদনের ঠিকানা- admission.mec.ac.bd/ ***********পরীক্ষার ধরণ*********** বিগত বছর গুলোতে এক্সাম হলেও এবার কোন এক্সাম হবে না । SSC এবং HSC এর জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে ওয়েবসাইট-- sec.ac.bd mec.ac.bd faridpurengcollege.gov.bd বিঃদ্রঃ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে আবেদন করতে হবে সেটা এখনও উক্ত কলেজের পক্ষ থেকে জানানো হয় নি । সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সার্কুলার এখানে পাওয়া হবে - sec.ac.bd/SEC%20Admission%20Notice%202014 -15.pdf
Posted on: Fri, 02 Jan 2015 12:02:15 +0000

Trending Topics



height:30px;">
IAI Galera sejam bem vindos a mais uma Gameplay. Dessa vez Uma

Recently Viewed Topics




© 2015