সিলেটি হখল কই।।এক বার ফর - TopicsExpress



          

সিলেটি হখল কই।।এক বার ফর নিউজ টা।। । গনপ্রজাতন্রী সিলেট সরকার...! ________________ ১) সিলেট একটা আলাদা দেশ ২) সিলেট ওর রাজাধানী জিন্দাবাজার। ৩) গ্যাস , সিমেন্ট,চা ফাতা আর ফাত্তর ওর একক সাম্রাজ্য। ৪) সুন্দরবন অইল রাতারগুল। ৫) কক্সবাজার অইল লালাখাল। ৬) ন্যাশনাল ভাষা সিলেটি। ৭) সিলেটি মুদ্রা টেখা। ৮) সমুদ্রবন্দর অইল খালিঘাট। ৯) জাতীয় পাখি জালালি খবুতর। ১০) জাতীয় খেলা বিছালমাইর। ১১) ব্লু বার্ড স্কুল এন্ড কলেজওইল SUET ১২) সিলেট ওডিটরিয়াম অইল সিলেট সংসদ ভবন। ১৩) সিলেটে চারটা প্রদেশ অইল সিলেট, মৌলভীবাজার, হবিগন্জ আর সুনামগন্জ এবং সব উফজেলা অইল জেলা। ১৪) জাতীয় ফল গুয়া। ১৫) জাতীয় মসজিদ অইল কোর্টপয়েন্ট জামে মসজিদ। ১৬) সিলেটি টেখার মানঃ ১টেখা =১২০টাকা =১পাউন্ড ১৭) অগ্রগামী অইল মহিলা কলেজ আর সিলেট মহিলা কলেজরে সিলেট মহিলা ইউনিভার্সিটি । ১৮) পাইলট স্কুল অইল International ইউনিভার্সিটি । ১৯) সিলেট ও কোন চিড়িয়াখানা নাই ! কারন সিলেটি হকলর বুকর পাঠা বেশি। তারা বন গিয়া বিনা ডরে সব পশুপাখি দেইখা আইব। ২০) জাতীয় জাদুঘর অইব হাছন রাজা জাদুঘর ,জিন্দা বাজার। ২১) সিলেটিগো Vowel অইল S,Y,L,H,E,T ২২) Bangladesh ওর B word সিলেট দেশও থাকত নায়। ২৩) ব্রিটিশ পাসপোর্ট ধারীরা বিনা বাঁধায় সিলেট প্রবেশ করত ফারব। ২৪)সিলেটি অইত অইলে বাপ মা সিলেটি ওয়য়া লাগব , না অইলে সিলেট জন্ম নেওয়া লাগব। আর নাগরিকত্ব পাইতে অইলে সিলেটি কাউরে বিয়া করা লাগব। আর ব্যাংক ও দেড় কোটি টেখা দেখানি লাগব এবং SLTS করা লাগব। . . . ২৫) বাংলাদেশী খেও আইতে ঐলে আগে ভিসা কিনা লাগবো। ২৬) 5G ইন্টারনেট থাকবো একবারে ফ্রী। ২৭) আমরা দেশও কোনু পুলিশ লাগতো নায় সবরে বর্ডার অ ফাটাই দিমু নাইলে আবাদি ফুয়াইন্তে চুরি খরিলিবা। ২৮) আমরার দেশও কুনু দল নাই একটা অও দল সিলেটি দল। ২৯) বিজয় দিবস ১৪ ডিসেম্ভর। ৩০) স্কুল নাই ডাইরেক্ট কলেজ ও
Posted on: Wed, 14 Jan 2015 15:35:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015