সাহসী মুজাহিদা উম্মে - TopicsExpress



          

সাহসী মুজাহিদা উম্মে মূসা র. ===== স্পেন বিজেতা মূসা ইবনে নাসিরের মা উম্মা র. ইয়ারমুক যুদ্ধের সময় তার স্বামীর সাথে থেকে এক রোমান সৈন্যকে হত্যা করেন।তিনি তার হাতিয়ার ছিনিয়ে নেন। উম্মে মূসা র. বলেন,ইয়ারমুক যুদ্ধে যখন রোমানরা পলায়ন করছিল,তখন এক রোমান সৈনিক একজন মুসলমানকে একা পেয়ে তাকে তুলে নেয়ার জন্য ধরল। এ দৃশ্য দূর থেকে দেখে তাবুর খুঁটি নিয়ে আমি দৌড়ে গেলাম।দ্রুত তার মাথায় আঘাত করলাম। তাতে সে কাবু হয়ে গেল।ইতিমধ্যে আরো মুসলমান এগিয়ে এলেন এবং তাদের সহযোগিতায় আমি তাকে হত্যা করে ফেললাম। সুতরাং বন্ধুরা সেকালে ইসলামকে রক্ষা করার জন্য একজন মহিলা কতটুকু সাহস নিয়ে বিধর্মীকে হত্যা করল।
Posted on: Thu, 25 Dec 2014 14:50:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015