সকাল সকাল একটা ফোন । - TopicsExpress



          

সকাল সকাল একটা ফোন । রাহিন ফোন দিল । - কিরে আবির ক্লাসে যাবি না ? - যাব । ১৫ মিনিট দাড়া ২০ মিনিটে আসতেছি । ২০ মিনিট পর -আজকে কি ক্লাসে ঐন্দিলা আসবে ? - আমি কি করে জানবো ? তোর পরী তুই জানিস না আসবে কিনা ? ক্যাম্পাসে ক্লাসে আসার পর । - এই পাগল , কি দেখ? - একটা পাগলি দেখি ! - কেন দেখছো ? - ভালবাসি তাকে ! - কে সে ? - তুমি । - আচ্ছা , তুমি ক্লাসে আস কেন ? আমাকে দেখতে নাকি ক্লাস করতে ? - কি জানি , তোমার দিকেই তাকিয়ে সময়টা পার করে দেই তো । তাই বলতে পারবো না ! কেন আসি ক্লাসে । - কেন এসব করো? - তোমাকে যে ভালোবাসি তাই! -মিথ্যে কথা, এটা তোমার ছলনা! -ছেলেরা ছলনা করতে জানে না, কারন ছেলেরা একটু মাথা মোটা হয়! - হইছে, এখন ক্লাসে যাও । - নাহ, যাব না তুমি যাও । আমি ক্যান্টিনে আছি । কিছুক্ষন পর ক্যান্টিনে ..... -এই মেয়ে এদিক ওদিক কাকে খুঁজতেছ? -তোমাকে, তুমি ক্লাস গেলে না কেন? -দেখলাম , তুমি আমাকে খুঁজতে আস কি না! -ফাজলামি করবা না , ক্লাস না করলে রেজাল্ট খারাপ হবে । বকা শুনতে হবে । -ওকে, বকা শুনবো ! -বাজে কথা বলবানা, তোমাকে না দেখলে ভালো লাগে না! -তাই ? এতো ভালবাস ? ক্লাসের ঘন্টা বেজে গেলো.... পাশ থেকে বন্ধু ধাক্কা দিয়ে বললো দোস্ত, মেয়েটার কথা আর কত কল্পনা করে ক্লাসের পড়াটা মিস করবি ? মেয়েটাকে প্রোপোজ করলেই তো হয় । বাকি সব আমরা ম্যানেজ করবো আমি বললাম সারা জীবন এভাবে ওর ভালবাসা পেতে চাই রে দোস্ত । (অন্যমনষ্ক হয়ে ) রাহিন থাপ্পর দিয়ে বলে , প্রোপোজের আগেই ভালবাসা । মাথা ঠিক আছে তোর ? চল । বাইরে চল । কখনো কল্পনায় , কখনো স্বপ্নে , কখনো ভাবনায় ভালবাসার মানুষটা ধরা দেয় । আবিরের কল্পনায় , স্বপ্নে , ভাবনায় ঐন্দ্রিলা ধরা দিয়েছে । ভালোবাসা এমনি হয় . লেখক >>> মিঃ পারফেক্ট (দ্যা গ্রেট হিউম্যান)
Posted on: Thu, 15 Jan 2015 07:02:08 +0000

Trending Topics



a>
heafurtl
Mobile Paint Correction & Paint Protection Jins Golf
Holiday Sale : FANMATS NHL New Jersey Devils Nylon Face 5X8 Plush
Good News! My Joes Box that broke a few months ago is now being
indian viagra sold in uk
Our sister organization Nepal Mother Foundation (NMF) runs Day
MetroNews Morning News Headlines: Lewis Co. authorities arrested a
Gnome Lying Down Statue bitly/fh0wzXqm#Gnome+Lying+Down+Statue
THE HARMONY OF OPPOSITES Attracted to the book, The Tao of

Recently Viewed Topics




© 2015