সজীব ওয়াজেদ জয় !!! তথ্য - TopicsExpress



          

সজীব ওয়াজেদ জয় !!! তথ্য বাবা সজীব ওয়াজেদ জয় বলছিলেন, অপেক্ষা করুন তিন দিনের ভিতর আপনারা চমক দেখতে পাবেন। সত্যি সত্যি উনি তিন দিনের ভিতরেই আমাদের চমক দেখালেন। চমকটা হলো...... তথ্য বাবা জয় বলেছেনঃ মাদ্রাসার ছাত্র কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি: জয় ইহুদির জামাতা জয় তার আসল চরিত্র জনতার সামনে তুলে ধরেছেন, নেতা-কর্মীদের মসজিদের যাওয়ার নাটকের কথা বলে এখন নিজেই ঘোষণা দিলেন মাদ্রাসার ছাত্র কমানোর। কয়দিন পর হয়তো বলবেন দেশ থেকে মুসলমানদের উৎখাত করার আন্দোলন শুরু করে দিয়েছি...... এর কয়দিন পর হয়তো বলবেন দেশ থেকে মসজিদ ভাঙ্গার করার আন্দোলন শুরু করে দিয়েছি...... হয়তো এমনও বলতে পারে মসজিদ এর জায়গায় মন্দির বানানো হবে আর বাংলাদেশের নাম চেনজ় করে ইন্ডিয়া রাখা হবে। আমার মনে হয়...... সজীব ওয়াজেদ জয় একজন সিরিয়াস মানসিক রোগী !! ওনাকে আজই উন্নতমানের পাগলের থেরাপী দেওয়া হোউক !!! একমত থাকলে লাইক দিয়ে তার জন্য পাগলাগারতে সিট বুকিং করতে সহযোগিতার পা বাড়িয়ে দিন :P
Posted on: Fri, 13 Sep 2013 19:13:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015