সতর্কতা মূলক পোস্টঃ - TopicsExpress



          

সতর্কতা মূলক পোস্টঃ কাস্টমার কেয়ার থেকে কেউ কল দিয়ে এরিয়াতে নেটওয়ার্ক এর কাজ করার কারন উল্লেখ করে যদি আপনার মোবাইলটি ৩০ মিনিট এর জন্য ও বন্ধ রাখার অনুরোধ করে তাহলেও কখনোই আপনার নাম্বার বন্ধ করবেন না। কারন, আপনার একটু অসতর্কতাই হতে পারে আপনার পরিবারের হাজার হাজার টাকা ক্ষতি হবার কারন। ইদানিংকালে কিছু অসাধু চক্র কাস্টমার কেয়ার এর নাম করে সাধারন মানুষকে ফোন দিয়ে বিভ্রান্ত তথ্য দিয়ে ফোন বন্ধ করার চেষ্টা করে। যদি কেউ তাদের পাতানো মিথ্যা ফাঁদে জড়িয়ে পরে তাহলে প্লান অনুযায়ী তাদের বাসায় অভিভাবকদের নাম্বারে কল দিয়ে এক্সিডেন্ট এর কথা বলে বিকাশ এর মাধ্যমে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। ছেলে অথবা নিকট আত্মীয় এর মোবাইল বন্ধ থাকার কারনে সত্য না জেনেও টাকা দিতে কার্পণ্য করে না অভিভাবকরা। আর এই সুযোগ ই কাজে লাগিয়ে অবৈধ ভাবে অর্থ লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে এক অসাধু চক্র। সবাইকে এদের থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। :) জন-সচেতনতায়, সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh.
Posted on: Fri, 08 Aug 2014 12:26:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015