......সত্যি জানি না........ কত - TopicsExpress



          

......সত্যি জানি না........ কত ভালোবাসি তুরে জানি না, কত মিস করি তুরে জানি না, কত কেদেছি জানি না আমি, কোন দিন পাবো কিনা তাও জানি না ।। সত্যি সত্যি আমি জানি না, কেন আমি স্বপ্নে ভাসী তুকে নিয়ে । কেনইবা দিবাতে হাসি । কেন তুরে এত ভালোবাসি জানি না ।। তুর লাগিয়া সাজি দিনরাত তুর বুকে রাখী মুখ খানি রাখি তুর হাতে হাত । জানি না কেন কি সুখে করি,তাও জানি না ।। হয়তো আমার ঈশ্বর জানে হয়তো আমার মনও জানে তুর মাঝে মোর রাখী বাধা বুঝি দিবানীশি তাই তুকেই খুজি ।। সত্যি আমি জানি না ।। জানি না কেন ঘুম আসে না, জানি না কেন ভালো লাগে না, ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে থাকি তুর ছবিতে অশ্রু রাখি.....জানি না কেন সত্যি জানি না ।। বন্ধু সত্যি আমি জানি না ।।
Posted on: Sat, 02 Aug 2014 19:16:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015