‘সনাতন’ এমন একটি ধর্ম - TopicsExpress



          

‘সনাতন’ এমন একটি ধর্ম যাতে মানবতা,বিজ্ঞান,যুক্তি। বরং আছে মানবতা বিরোধী, অবৈজ্ঞানিক কথাবার্তা। কথা পরে হবে। আগে দলিল দিয়ে নেই... অবৈজ্ঞানিকঃ দলিল ১। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুড়ছে। কিন্তু বেদ বলে সূর্য ঘোড়ার গাড়ির উপর রয়েছে ও এই ঘোড়ার গাড়িটি ৭টি ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর চারদিকে ঘুড়ছে। * Sun is full of light and knowsall the human beings, so his horsestake him to sky to look at the world (Rig Ved 1/50/1) অর্থঃ সূর্য আলোর আধার এবং সকল মানব সম্প্রদায় কে সে চেনে, তাই তার ঘোড়াগুলো তাকে বিশ্ব দেখানোর জন্যআকাশে নিয়ে গেছে । * O, Bright sun, a chariot named harit with seven horses takes you to sky (Rig Ved 1/50/8) অর্থঃ হে, উজ্জ্বল সূর্য, হৃত নামক সাত ঘোরায় চালিত রথ তোমাকে আকাশে নিয়ে গেছে । দলিল ২। বেদ বলছে আকাশের পিলার আছে এবং তা গরুর উপর রয়েছেঃ * “The Bull has supported the sky.” (YajurVed: 4: 30) অর্থঃ গরু আকাশ কে ধারন করে আছে। * “Upon the back of bull (Aditi) I lay thee the skys supporter” (YajurVed: 14:5 ) অর্থঃ গরু অদিতির পিঠের উপর আমি আকাশকে বসিয়ে দিয়েছি। দলিল ৩। A lamp kept in windless place does not shake.” (Bhagvad Gita: 6: 19) অর্থঃ বায়ু বিহীন জায়গায় প্রদীপের আলো কাঁপে না। >>বাতাস না থাকলে তো আলোই জ্বলার কথানা, কাঁপা তো দূরের কথা। মানবতা বিরোধীঃ #ধর্ষণ দলিল ১। ধর্ষণের তালিকায় ভারতের অবস্থান উপরে দেখে অবাক হবার কিছু নাই। কারন এই ধর্মের ঈশ্বর নিজেই তার মেয়েকে ধর্ষণ করে। *ব্রহ্মার কন্যা স্বরস্বতী হলেন বিদ্যার দেবী। স্বরস্বতীর রূপ দেখে তার বাবা ব্রহ্মা উত্তেজিত হয়ে পড়লেন। পিতার কামোদ্দীপনা থেকে বাঁচার জন্য স্বরস্বতী ভূমির চারিদিকে পালিয়ে বেড়ালেন,কিন্তু বাবার হাতে ধরা পড়লেন। স্বরস্বতী তার বাবা ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করলেন। অতঃপর ব্রহ্মা এবং তার কন্যা স্বরস্বতী স্বামী-স্ত্রীর ন্যায় ১০০ বছর সহবাস করলেন। তারা স্বয়ংভূমারু নামে এক পুত্র এবং শতরূপা নামে এক কন্যার জন্ম দেন। অতঃপর তারাও দুজন দুজনের সাথে সহবাস করে এবং তাদের মিলনের ফলে ব্রহ্মা দুজন দৌহিত্র ও দুজন দৌহিত্রা লাভ করেন। (মৎস্য পুরাণ ৩ঃ৩২; ভগবত পুরাণ্ ৩ঃ১২-২৮) *পরে আবার বিয়ে করে~ Wise, teaching, following the thought of Order, the sonless gained a grandson from his daughter. Fain, as a sire, to see his child prolific, he sped to meet her with an eager spirit. (Rig ved 3:31:1) #পরকীয়াঃ ‘সনাতন’ পরকীয়ায় উৎসাহিত করে ব্যাপকভাবে... দলিল ১। ঋগ্বেদে বলাহয়েছে – “যেরূপ বিধবা রমণী শয়নকালে দেবরকে সমাদর করে অথবা কামিনী যেমন নিজ কান্তকে সমাদর করে”।১০/৪০/২ দলিল ২। মনু তার মনুসংহিতার [৫:১৫৪] তে বিধান দিলেনঃ বিশীলঃ কামবৃত্তো বা গুণৈর্বা পরিবর্জিতঃ । উপচর্যঃ স্ত্রিয়া সাধ্বা সততং দেববত্ পতিঃ \\ ১৫৪ \\ অর্থঃ পতি সদাচারহীন (চরিত্রহীন) পরস্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কযুক্ত বা গুণহীন হলেও সতী স্ত্রী সেই পতিকে দেবতার মতই পুজো করবে। সূত্রঃ মনুসংহিতার অধ্যায়-৫, পৃষ্ঠা- ১৬২, শ্লোক-১৫৪ দলিল ৩। কৃষ্ণ ও তার মামী রাঁধার প্রেমলিলা (বিয়ের আগে)। ১ম কমেন্টে... #নারীর প্রতি অবহেলা,অমর্যাদাঃ হিন্দু শাস্ত্র মতে স্ত্রীলোক অত্যান্ত ঘৃন্য জীব। দলিল ১। মনু সংহিতার ৯ম অধ্যায় ১৪নং শ্লোকে বলা হয়েছেস্ত্রীরা পুরুষের সৌন্দর্য বিচার করেনা, যুবা কি বৃদ্ধ তাও দেখে না । সুরুপ হোক বা কুরুপ হোক পুরুষ পেলই তার সাখে সম্ভোগের জন্য লালায়িত হয়। দলিল ২। স্কন্ধ পুরানের নাগর খন্ডে৬০ নং শ্লোকে বলা হয়েছে নারী জাতির অধরে পিযুষ এবং হৃদয়ে হলাহল পুর্ণ।সুতরাং তাদের অধর আস্বাদন করা এবং হৃদয় পীড়ন করা কর্তব্য। দলিল ৩। বৃহদারণ্যকোপনিষদে ঋষি যাজ্ঞবাল্ক্য বলেন: “স্ত্রী স্বামীর সম্ভোগকামনা চরিতার্থ করতে অসম্মত হলে প্রথমেউপহার দিয়ে স্বামীতাকে ‘কেনবার’ চেষ্টা করবে, তাতেওঅসম্মত হলে হাত দিয়ে বা লাঠি দিয়ে মেরে তাকে নিজের বশে আনবে” (৬/৪/৭, ১/৯/২/১৪)। দলিল ৪। দেবীভাগবত-এ নারীরচরিত্র সম্পর্কে বলা হয়েছে: “নারীরা জোঁকের মত, সতত পুরুষের রক্তপান করে থাকে। মুর্খ পুরুষ তা বুঝতে পারে না, কেননা তারা নারীর অভিনয়েমুগ্ধ হয়ে পড়ে। পুরুষ যাকে পত্নী মনে করে, সেই পত্নী সুখসম্ভোগ দিয়ে বীর্য এবং কুটিল প্রেমালাপে ধন ও মন সবই হরণ করে” (৯:১)। দলিল ৫। অপবিত্র নারীর উচিত শান্তচিত্তে শিবের (কামরূপের) উপাসনা করা। অতঃপর তার উচিত কোন ব্রাহ্মণের নিকট নিজেকে সমর্পণ করা এরূপ ভেবে যে ইনিই কামরূপে যৌনতৃপ্তি লাভের উদ্দেশ্যে এসেছেন। এবং ঐ আবেদনময়ী নারীর উচিত ব্রাহ্মণের সকল মনঃকামনা পূর্ণ করা।তের মাস যাবৎ তার এই পন্থাতেই ঘরে আগত (যৌনতৃপ্তি লাভের নিমিত্তে) যেকোনো ব্রাহ্মণকে সম্মান দেখানো উচিত আর এতে সম্ভ্রান্ত নারী এমনকি বেশ্যাদের জন্যও কোন পাপ নেই। (সূত্রঃ মৎস্য পুরাণ ৭০:৪০-৬০, মহাভারত ৩:২:২৩) দলিল ৬। কৃষ্ণের নেতৃত্বে কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষের ৩৯,৩৬,৫৮৮ জন সৈন্য নিহত হয় যাদের মধ্যে বিরোধী পক্ষের সৈন্য সংখ্যা ছিল ২৪,০৫,৬৯৬ জন। এ প্রসঙ্গে গীতাতে কৃষ্ণ বলেছেন, I am death, the mighty destroyer of the world. I have come here todestroy all these people. I have already destroyed all these warriors. Kill all these great warriors who are already killed by Me. Do not fear. You will certainly conquer the enemies in the battle; therefore, fight! (Gita 11:32-34) কোরান-হাদিসের কোথাও এরকম ভয়ঙ্কর ও হত্যাযজ্ঞের কথা পাওয়া যাবে না। মূলত কৃষ্ণের কারণে আজ থেকে হাজার হাজার বছর আগে উনচল্লিশ লক্ষেরও বেশি মানুষ হতাহত হয়েছিল। অশ্লীল জিনিসপাতিতে ‘সনাতন’ বোঝাই! আসুন একটু চোখ বুলাই... দলিল ১। যম ও যমী, যমজ ভাই-বোন। সূর্যদেবের ঔরসে ও উষাদেবীর গর্ভে তারা জন্মলাভ করে। যমী একদিন যমকে বলে- তোমার সহবাসের জন্য আ অভিলাষিনী, গর্ভাবস্থা হতে তুমি আমার সহচর। বিধাতা মনে মনে চিন্তা করে রেখেছেন যে, তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতার এক নাতি জন্মাবে। তুমি পুত্রজন্মদাতা পতির ন্যায় আমার শরীরে প্রবেশ কর। (ঋকবেদ মন্ডল-৯, সুক্ত ১০) দলিল ২। একদিন শিব বিষ্ণুকে মোহিনী রূপে দেখলেন এবং কামের তীরে বিদ্ধ হয়ে বীর্যস্খলন ঘটালেন। সপ্তর্ষিগণ সেই বীর্যকে একটি পাত্রে রাখলেন এবং গৌতমের কন্যার কান দিয়ে এই বীর্য অনুপ্রবিষ্ট করালেন। যথাসময়ে সেই বীর্য হতে বানর দেবতা হনুমানের জন্ম হল। (শিবপুরাণ৩:২০:৩-৭) দলিল ৩। স্কন্ধ পুরানের নাগর খন্ডে ৬০ নং শ্লোকে বলা হয়েছে নারী জাতির অধরে পিযুষ এবং হৃদয়ে হলাহল পুর্ণ। সুতরাং তাদের অধর আস্বাদন করা এবং হৃদয় পীড়ন করা কর্তব্য। উক্ত ধর্মীয় কিধানের কারনেই কুমারী হিন্দু মেয়েদের মন্দিরে সেবাদাসী বা দেবদাসী হিসাবে নিযুক্ত করা হয়ে থাকে এবং তারা শেষ পযর্ন্ত সেবায়েত, মোহন্ত , পুরোহিতদের লালসার বস্তুতে পরিনত হয়। ঠিক তেমনি মন্দিরে কুমারী সেবাদাসীদের উপর সেবায়েৎরা বলৎকার করার সময় মেয়েটির আর্তনাদ বাইরে শোনা না যায় তার জন্য মন্দিরে জোরে জোরে কাসর ঘন্টা বাজানো হতো। দলিল ৪। রামায়নে আছে রামের মা কউসল্য পাপ মোচনের জন্য মৃত ঘোড়ার সাথে সংগমে লিপ্ত ছিল পুরো একটি রাত!! সেই রাতে রামের মা প্রথমে তিনটি ঘোড়াকে কতল করে!! তারপর মৃত ঘোড়ার সাথে সংগমে লিপ্ত থাকে সারা রাত (সকলের সামনে)!! একে একে রাজার পত্নীদের কেও মরা ঘোড়ার সাথে সংগমে লিপ্ত করানো হয়!! সেই মৃত ঘোড়ার চর্বি কেটে রান্না করা হয় এবং সেই সুগন্ধে একে একে পাপমোচন হয় হিন্দু পুরুষদের!! O horse, you are, protector of the community on the basis of good qualities,you are, protector or treasure of happiness. O horse, you become my husband.’” [Yajur Veda 23/19.] “O Horse, I extract the semen worth conception and you release the semen worth conception’” [Yajur Veda23/20] O horse, please throw semen on the upper part of the anus of my wife. Expand your penis and insert it in the vagina because after insertion, this penis makes women happy and lively” [23/21] পূর্ণ দলিল দ্বিতীয় কমেন্টে... ফুটনোটঃ এত সব প্রমান পড়ার পরেও যদি যদি আপনি ‘সনাতন’ ত্যাগ না করেন, তাহলে আপনি কুকুর, বিড়ালের চেয়ে উন্নত কিছু না। আপনার না আছে জ্ঞান, না আছে মানবতা। সুতরাং আপনার সাথে ‘আমার ধর্ম বিশ্বাস’ নিয়ে কথা বলে অযথা সময় নষ্ট করতে চাই না। #পোস্টমর্টেম
Posted on: Thu, 07 Aug 2014 16:39:18 +0000

Trending Topics



iv class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Réalisé Par Jean Mintoff Mon rêve Production Musique :
Sai Baba of Shirdi (unknown – 15 October 1918), also known as
Dear UMAR MUSA YAR ADUA........ Though we know you cant receive
Sitter och försöker smälta gårdagen är inte lite rörd när
Sunyi? ALLAH bersama kita setiap masa... Begitu juga buat pemuda
Great idea for this winter weather. Orange Honey Soother: Two
Word of Hope Daily Devotional Rules and People September 17,
“Women do not hold the priesthood because the Lord has put it

Recently Viewed Topics




© 2015