সন্ত্রাসবাদের বিরুদ্ধে - TopicsExpress



          

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মত হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই অঙ্গীকার করেন। এ সময় দু নেতাই বলেন, ফ্রান্সে হামলার ঘটনা বর্বরোচিত ও নেক্কারজনক। একই সাথে ক্যামেরন ঘোষণা দিয়েছেন, আইএস জঙ্গি দমনে স্থল বাহিনীকে সহায়তা করতে আরও অস্ত্রবিহীন ড্রোন মোতায়েন করবে যুক্তরাজ্য। এছাড়া সাইবার অপরাধ ঠেকাতেও সিদ্ধান্ত হয়েছে। সন্ত্রাস মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে আগামী মাসে শীর্ষ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে দুই দেশ।
Posted on: Sat, 17 Jan 2015 11:15:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015