সবাইকে শুভেচ্ছা। একটা - TopicsExpress



          

সবাইকে শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে ফেসবুক ব্যবহার করার শুরুর দিন থেকেই অস্ব্স্থিতে আছি। সেটা হচ্ছে ফেসবুকে পটুয়াখালী এর অবস্থান নিয়ে। যে কেউই য্খন তার অবস্থান পটুয়াখালী দিবে ত্খন সেটা আসে এরকম Patuakhali, Chittagong, Bangladesh যা সম্পুর্ন ভুল। এটা নিয়ে আমার মত সচেতন সবাই ই নিশ্চয় অস্ব্স্থিতে আছেন। এটা কে শুধরানোর জন্য কি করা যেতে পারে কারো কিছু জানা থাকলে অনুরোধ করবো তা সবাই কে জানাতে। আমি যা করেছি তা হলো Mark Zuckerberg, Founder and CEO at Facebook কে দু দুবার অভিযোগ ইনব্ক্স করেছি। দ্বিতীয় অভিযোগটি নিচে উল্লেখ করলাম। এ রকম যদি আমরা সবাই অভিযোগ করি অথবা কেউ যদি তার ফ্রেইন্ড লিষ্টে থাকেন তাহলে তার ওয়ালে এরকম ষ্ট্যাটাস দিলে কাজে আসতে পারে। চলুন না সবাই মিলে অবিরত চেষ্টা করলে পটুয়াখালীর অবস্থানটি ঠিক করতে পারব আশাকরি। সবাইকে আবারো শুভেচ্ছা। আমার অভিযোগটি ছিল হুবহু এরকমঃ Hi Dear Mark, Hope u r fine there. I have a remark regarding a location and that needs to be a immediate amendment. Location name is Patuakhali and is a district of Barishal Division in Bangladesh. But when some one writes/update at his basic information as Patuakhali, gives only an absolutely wrong option as Patuakhali, Chittagong, Bangladesh. Moreover, there is no such name as Patuakhali in entire Chittagong Division. Google maps link is given below for your check please. Request an early alteration..... and also expecting a note from you, sir. Regards and thanking you in anticipation. Google map link: https://google.bd/maps/place/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2+%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97/@22.4329782,90.427199,9z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x37553407fbece487:0x551ccc6958ff9fe2…
Posted on: Wed, 14 Jan 2015 18:36:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015