সব যুদ্ধাপরাধী মুক্তি - TopicsExpress



          

সব যুদ্ধাপরাধী মুক্তি পাবে ! ঈদ এখনও দূরে থাকলেও ১৮ দলীয় জোট অর্থাৎ রাজাকারদের জোট সমর্থকদের মনে ঈদ আনন্দের ঢল এসে গেছে অনেক আগেই, বিশেষ করে চারটি সিটি কর্পোরেশনে বিজয় লাভের পর থেকেই । তাই ইতিমধ্যে যে কজন * স্বনামধন্য * যুদ্ধাপরাধীর সাজার রায় হয়েছে তা নিয়ে ঐ মহলে চলছে বেশ স্বস্তির কানাঘুষা । এ রায় নাকি বাস্তবায়ন করা যাবে না । সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে দ্রুত, সেইসাথে সরকারের তখতাও যাচ্ছে উল্টে । সুতরাং যুদ্ধাপরাধীদের এ নিয়ে আর কোনো চিন্তা নেই । রাজাকার জোট ক্ষমতায় এলে সব কিছু যাবে আবারো উল্টে । এ নিয়ে তাদের যেন আনন্দের সীমা নেই । কাল ক্ষেপনের মাধ্যমে রায় কার্যকরে ক্ষমতাসীন সরকারকে ল্যাং মারা গেলে হাতে তো থাকছেই প্রেসিডেন্টের অনুকম্পা প্রদর্শনের ক্ষমতা । সুতরাং কেল্লা ফতেহ । এ বিষয়ে সংবিধানের ৪৯ ধারায় বলা আছে ,কোন আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ প্রদত্ত যে কোন দন্ডের মার্জনা বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোন দন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে । (ইংরেজীতে যা আছে - The president shall have power to grant pardons, reprives and respites and to remit suspend or commute any sentence passed by any court tribunal or other authority ) আমি যতটুকু জানি , যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে প্রেসিডেন্টের এই ক্ষমতা প্রয়োগের সুযোগ রোধ করার কোন ধারা ট্রাইব্যুনালের আইনে নেই । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারের বক্তব্য কি তা জানা প্রয়োজন ।
Posted on: Sat, 20 Jul 2013 19:13:34 +0000

Recently Viewed Topics




© 2015