সবকিছু ঠিকটাক থাকলে - TopicsExpress



          

সবকিছু ঠিকটাক থাকলে জানুয়ারী-২০১৫ মাসের শেষ সপ্তাহে আমি শুধুমাত্র আমার ফ্রেন্ড লিস্টের মেম্বারদের একটি আইটেম দিবো, যা থেকে মিনিমান ৪০০% এর উপর প্রফিট দিবে। এ ব্যাপারে কোন সন্দেহ নাই। আমার Wall এ তা পোস্ট করা হবে না। ইনবক্স করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তার আগে আমাকে কেউ কোন প্রশ্ন করতে পারবেন না। যদি প্রশ্ন করেন তাহলে ব্লক করে দিবো। এ ব্যাপারে কারো নূন্যতম কোন আস্থা থাকে তাহলে আমাকে Friend Requests পাঠান। এই আইটেমের জন্য কোন পেমেন্ট করতে হবে না, একদম ফ্রি তবে শর্ত থাকে যে, প্রফিটের মাত্র ৫% দিয়ে যার যার ধর্মের ধর্মীয় শিক্ষা উন্নয়নে ব্যবহার করতে হবে। এ ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন তাহলেই Friend Requests পাঠান নতুবা না। আর যারা অলরেডী Friend List আছেন তারা যদি agree না করলে তাহলে আমাকে আপনার Friend List থেকে Cancel করে দেন। সবাই ভাল থাকবেন।
Posted on: Sat, 13 Dec 2014 05:43:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015