সময়টা ২০৩০ সাল।ডাঃ অমক - TopicsExpress



          

সময়টা ২০৩০ সাল।ডাঃ অমক তার সারাদিনের ব্যস্ততা শেষে ফেসবুকে লগইন করেই দেখলেন একটা নতুন ফ্রেণ্ডরিকুয়েস্ ট!তার ছেলে পাঠাইছে...তাড়াত াড়ি একসেপ্ট করে ফ্যামিলিতে ইনক্লুড করলেন Son হিসেবে। ঝামেলাটা হল সপ্তাখানেক পর... ছেলে: আচ্ছা বাবা, তুমি তো চাও আমিও তোমার মত ডাক্তার হই, তাই না? বাবা: হ্যা অবশ্যই। ছেলে: কিন্তু আমি তো তোমার ফেসবুকের ইতিহাস ঘেটে দেখলাম, মেডিকেলে ক্লাস শুরুর একমাস পর তুমি স্ট্যাটাস দিছিলা-মেডিকেলে এত পড়া, এত ক্লাস অসহ্য! আগে জানলে এখানে ভর্তিই হতাম না তোমার সেই স্ট্যাটাসে তোমার ২২ জন সহপাঠী লাইকও মারছিল! তারমানে তারাও তোমার সাথে একমত। এরপরও তুমি আমাকে মেডিকেলে ভর্তি করতে চাও ক্যান?? আমি একদিন স্কুলে না গেলে তুমি ঝাড়ি দাও, অথচ তোমার সেসময়ের একটা স্ট্যাটাস ছিল এরকম-sokale ghumer karone ajkeo lecture miss...joy ghum baba! একে তো লেকচার মিস করছিলা তার উপর FB তে ফুটানি নিয়ে স্ট্যাটাস দিছিলা! আমাকে খেলতে দিতে চাও না অথচ ক্যাম্পাসের খেলায় প্রতিপক্ষকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে হাফ প্যান্ট পরা গ্রুপ ফটো আপলোড করছিলা... তুমি যখন 5th ইয়ারে তখন ঘন ঘন রিলেশানশিপ স্ট্যাটাস চেঞ্জ করতা, আজ সিঙ্গেল তো কাল its complicated।একবার তো engaged ও দিছিলা...এ ব্যাপারে তোমাকে বিস্তারিত জিজ্ঞেস করে আমি লজ্জা পেতে চাই না (পুনশ্চ: ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।আপনি কী আপনার সন্তানের ফ্রেণ্ড রিকুয়েস্ট একসেপ্ট করবেন??
Posted on: Sun, 07 Dec 2014 09:39:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015